কলকাতা ব্যুরো: সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে পৌঁছে তিনি অভিনেতার কন্যা পৌলোমীর সঙ্গে কথাবার্তা বলেন। হাসপাতালে চিকিত্সকদের সঙ্গে কথা বলেন। তার পরেই বেরিয়ে এসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। পৌলমী জানান, কিভাবে তার বাবাকে এরপরে কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে। তারপরেই তিনি মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রশংসা করেন, তার বাবার জন্য এতটা আন্তরিকভাবে করার জন্য। পরে মুখ্যমন্ত্রী বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় একটা যুগের অবসান। তার প্রতি যাবতীয় দায়িত্ব পালন করবে রাজ্য সরকার।
বেলা দুটোয় হাসপাতাল থেকে তার গলফ গ্রীন এর বাড়ি ছুঁয়ে সৌমিত্র বাবুর দেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিও। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। প্রায় দু’ঘণ্টা রেখে তারপরে যাওয়া হবে কেওরাতলা শ্মশানে। বেলা সাড়ে পাঁচটার পরে রবীন্দ্র সদন থেকে শুরু হবে তাকে নিয়ে শেষ যাত্রা।