কলকাতা ব্যুরো: বর্ষীয়ান সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। কিংবদন্তী অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বলে হাসপাতাল সূত্রে খবর। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক হয়ে পড়ায় চিকিৎসকরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে খবর। বেলভিউ নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, অভিনেতার শারীরিক অবস্থার সমস্ত কিছু পরিবারকে জানানো হয়েছে। পরিবারের লোকজনদের নার্সিংহোমে ডেকে পাঠানো হয়েছে।