কলকাতা ব্যুরো: সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তার শরীরের যেসব নেতিবাচক সমস্যা ছিল তার অনেকটাই ধীরে ধীরে কেটে যাচ্ছে। তিনি সব কথা বুঝতে না পারলেও, মানুষকে চিনতে পারছেন। কিছু কিছু কথা বলছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মধ্যে একটা আচ্ছন্ন ভাব রয়েছে। সেই কারণেই মিউজিক থেরাপি ব্যবহার করা হচ্ছে। এতে আচ্ছন্ন ভাব কেটে যায়। তার শরীরে যেটুকু পটাশিয়ামের ঘাটতি রয়েছে তা পূরণ করা যাচ্ছে। আপাতত সারা আর কোন বড় সমস্যা নেই।
তার করোনা নেগেটিভ আসার পর থেকেই সৌমিত্র বাবুর শারীরিক অন্যান্য সমস্যা লক্ষণীয়ভাবে কমের দিকে। তাকে করোনা ওয়ার্ড থেকে সরিয়ে আনা হয়েছে। তার শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক রয়েছে। ফলে এইভাবে আর কটা দিন চললে, তার কো মর্বিটি সমস্যাগুলি অনেকটাই কাটিয়ে ওঠা যাবে বলে মনে করছেন চিকিৎসকরা।