এক নজরে

অনেকটাই ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

By admin

October 16, 2020

কলকাতা ব্যুরো: আগের তুলনায় অনেকটাই ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতেও তার খুব ভাল ঘুম হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্থিরতা কমেছে। অক্সিজেন ও সোডিয়াম পটাশিয়াম এর মাত্রা বাধা সম্ভব হয়েছে। এখন শুধুমাত্র রাতের দিকে মাস্ক এর মাধ্যমে বাই প্যপে রাখা হচ্ছে বলে হাসপাতাল জানিয়েছে।

বর্ষীয়ান এই অভিনেতা গান শুনতে ভালোবাসেন বলে তার অস্থিরতা কমাতে তার পছন্দের গান ও রবীন্দ্র সংগীত বাজানো হচ্ছে তার সামনে। আগামী কয়েকদিনের মধ্যে তার শরীরের আরো উন্নতি হবে বলে আশা করছেন চিকিৎসকরা। তার কোভিড নেগেটিভ হওয়ার পর, তাকে ওই ওয়ার্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন তিনি কিছু কিছু কথাও বলছেন। তবে সবটা যে এখনো স্বাভাবিক হইনি, তাও জানিয়েছেন চিকিৎসকরা।