এক নজরে

সুশান্ত মৃত্যু তরজায় বিরক্ত সোনু সুদ

By admin

September 22, 2020

কলকাতা ব্যুরো: বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত এবং তাকে কেন্দ্র করে তৈরি তরজায় মুখ খুললেন সোনু সুদ। একইসঙ্গে এনিয়ে চূড়ান্ত বিরক্তিও প্রকাশ করেন ওই তারকা।

তিনি বলেন, আসল মানুষটাকেই ভুলে যাওয়া হলো। মাতা হলো পরস্পরের বিরুদ্ধে অভিযোগে। তিনি আরো বলেন, একজন অভিযুক্তকে অপরাধী বানিয়ে যে প্রচার শুরু হয়েছে তাও খুব দুর্ভাগ্যজনক।