এক নজরে

আবারও নিঃস্বার্থে মানুষের সেবা করে খবরের শিরোনামে সোনু সুদ

By admin

December 13, 2020

কলকাতা ব্যুরো: লকডাউন থেকে আনলক হয়েছে দেশ। তবে একটি মানুষ এখনও নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে চলেছেন। তিনি সোনু সুদ। শনিবার সাধারণ নিম্নবিত্ত পরিবারগুলির রুজি রোজগারের পথ প্রশস্ত করতে নিজের নয়া উদ্যোগের কথা জানালেন অভিনেতা। ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সোনু জানান, যাঁরা এই অতিমারীতে কাজ হারিয়েছেন কিংবা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, তাঁদের এবার ই-রিকশা উপহার দিচ্ছেন তিনি। যার মাধ্যমে নতুন করে আয়ের বন্দোবস্ত করে নিতে পারবেন ওই সমস্ত দুর্ভাগা পরিবারগুলি।

নিজের এই উদ্যোগের নাম দিয়েছেন ‘খুদ কামাও, ঘর চালাও’ (নিজেই উপার্জন করে সংসার চালাও)। সংকটের দিনে যাতে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়, সেই কারণেই দরিদ্র মানুষগুলির জন্য এই ব্যবস্থা করছেন অভিনেতা।

সোনু বলছেন, গত কয়েক বছরে মানুষের অফুরন্ত ভালবাসা পেয়েছি। আর এই বিষয়টাই আমায় তাঁদের জন্য আরো কিছু করার অনুপ্রেরণা দিয়েছে। সেই জন্যই এই নয়া প্রয়াস। আমি মনে করি, কাউকে অন্নবস্ত্র দেওয়ার থেকেও তার উপার্জনের রাস্তা বাতলে দেওয়া বেশি জরুরি। আমি নিশ্চিত এই উদ্যোগ ওই সমস্ত অসহায় মানুষগুলিকে ফের নিজের পায়ে দাঁড় করাবে। ফের তাঁরা স্বনির্ভর হয়ে উঠতে পারবেন।

মার্চ মাসে করোনার (Corona Virus) প্রকোপ শুরুর পর থেকেই ক্রমাগত মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু। কখনও কোনও পড়ুয়াকে ভারচুয়াল ক্লাসের জন্য ল্যাপটপ কিংবা মোবাইল পৌঁছে দিয়েছেন, কখনও ফিরিয়ে আনা পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করে দিয়েছেন, আবার কখনও কারও মা, বাবা কিংবা দুঃস্থ আত্মীয়র চিকিৎসার জন্য টাকা দিয়েছে।