এক নজরে

Covid Positive: সপরিবারে করোনা আক্রান্ত সোনু নিগম

By admin

January 05, 2022

কলকাতা ব্যুরো: করোনার থাবা ক্রমশই চওড়া হচ্ছে। হু হু করে দেশে বাড়ছে সংক্রমণ। আরও একবার বিনোদন দুনিয়ায় হানা দিল এই মারণ ভাইরাস। আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টুইট করে নিজের ও স্ত্রীয়ের সংক্রমিত হওয়ার কথা জানান রাজ। একই সঙ্গে সপরিবারে ভাইরাসে আক্রান্ত হয়েছেন গায়ক সোনু নিগমও।

মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় রাজ জানান, শুভশ্রী আর আমি কোভিড পজিটিভ। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছি। দয়া করে সাবধানে থাকুন। মাস্ক পরুন এবং কোভিড প্রোটোকল মেনে চলুন।” তবে এই প্রথম নয়, এর আগেও আলাদা আলাদা সময় করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ ও শুভশ্রী। ছেলে যুভানের থেকে দীর্ঘদিন আলাদা থাকতে হয়েছিল তাঁদের। রাজ্যে ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝে ফের পরিচালকের পরিবার ভাইরাসের ত্রাস। অনুরাগীরা চিন্তিত ছোট্ট যুভানকে নিয়ে। রাজ-শুভশ্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন প্রত্যেকেই।

এদিকে, করোনা থাবা বসিয়েছে গায়ক সোনু নিগমের পরিবারে। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সোনু জানান, রিয়ালিটি শোয়ের শুটিং করতে গিয়ে তিনি করোনা পরীক্ষা করান। তখনই রিপোর্ট পজিটিভ আসে। তারপর একাধিকবার নমুনা পরীক্ষা করেও রিপোর্ট একই আসে। তাই আপাতত তিনি দুবাইয়ের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। কিন্তু তিনি একা নন, সংক্রমিত তাঁর স্ত্রী মধুরিমা এবং ছেলে নিভানও। যাঁরা সোনুর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কাছে ক্ষমা চেয়ে করোনায় যা যা করণীয়, তা করার অনুরোধ করেছেন। একইসঙ্গে তিনি জানান, বলিউডে অনেকেরই শরীরে মিলেছে করোনার হদিশ।

এদিকে র‍্যাপিড টেস্টে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলেরও। RT-PCR রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তিনি। তবে ইতিমধ্যেই আইসোলেশনে চলে গিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। করোনার হানায় আপাতত বিগ ব্যাশ লিগে খেলতে পারবেন না তিনি।