এক নজরে

সনিকা সিং চৌহানের মৃত্যুতে চার্জ গঠন আলিপুরে

By admin

September 15, 2020

কলকাতা ব্যুরো: অভিনেত্রী ও মডেল সনিকা সিং চৌহান মৃত্যু মামলায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এর বিরুদ্ধে চার্জ গঠন হলো আলিপুর আদালতে। চার্জ গঠনে বেপরোয়া গাড়ি চালানো, গাফিলতি সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। আদালতে অবশ্য নিজেকে নির্দোষ বলে আগেই দাবি করেছিলেন বিক্রম। দুর্গা পুজোর ছুটির পরে ব্যাপারে মূল বিচার শুরু হবে।

২০১৭ সালের ২৯ এপ্রিল গভীর রাতে রাসবিহারীর কাছে দ্রুতগতির গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সনিকা সিং চৌহানের। সেই গাড়িতেই চালক ছিলেন অভিনেতা বিক্রম। তার বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যু ও বেপরোয়াভাবে গাড়ি চালানো, সম্পত্তি নষ্ট এর মত ধারায় মামলা রুজু হয়েছিল। এ নিয়ে নানা মহলে বিতর্কের সৃষ্টি হয়। এর পরেই যুক্ত হয় অনিচ্ছাকৃত খুনের ধারা। অভিনেত্রীর মৃত্যুর প্রায় ৭০ দিনের মাথায় পুলিশ গ্রেপ্তার করেছিল অভিনেতাকে। পরে অবশ্য তিনি জামিন পান।