কলকাতা ব্যুরো: রাজ্যে করোনা পরিস্থিতির অধিকাংশ সূচক ইতিবাচক। দৈনিক সংক্রমণের গ্রাফ তেমন নিম্নমুখী হয়নি, তবে স্থিতাবস্থা বজায় রেখেছে। গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ ৩,৯০০ থেকে ৪ হাজারের মধ্যে ঘোরাঘুরি করছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ এই কদিনের মধ্যে সবচেয়ে কম।৩,৯০৭ জন করোনা পজিটিভের হদিশ মিলেছে। সেই তুলনায় দৈনিক করোনামুক্তি বেশ খানিকটা বেশি। গত ২৪ ঘণ্টায় ৪,৪০০-র কাছাকাছি (৪, ৩৯৬)। এই সংখ্যা করোনাকালে একদিনে সংক্রমণ মুক্তের রেকর্ড। সুস্থতার হার আরও বেড়ে হল ৮৯.৮৯। দৈনিক মৃত্যুও কমেছে গত ২৪ ঘণ্টায়। একদিনে করোনার বলি ৫৬ জন।কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও খুব সামান্য হলেও করোনা সংক্রমণে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই দুই জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৮৬১ ও ৮৫২। এইসময়ে করোনামুক্ত হয়েছেন যথাক্রমে ৭৭৮ ও ৭২৮। এই পরিসংখ্যান যদি স্থিতাবস্থা বজায় না রেখে আরও নামে, তাহলে স্বস্তি পাবে রাজ্যবাসী।যদিও বুধবার থেকে লোকাল ট্রেন চালু হলে তার কোন প্রভাব পড়বে কিনা, তা ভবিষ্যৎ বলবে। মৃত্যু সংখ্যা কিন্তু কলকাতা ও উত্তর ২৪ পরগনায় এখনও একইরকম। গত ২৪ ঘণ্টায় যথাক্রমে ১৩ ও ১৪। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৩, হুগলিতে ৩, পশ্চিম বর্ধমানে ৩, পশ্চিম মেদিনীপুরে ৩, মুর্শিদাবাদে ৩, নদিয়ায় ২, হাওড়ায় ২, পুরুলিয়ায় ১ ও বীরভূমে ১ জনের মৃত্যু হয়েছে।