কলকাতা ব্যুরো: রাজ্যে করোনা পরিস্থিতির অধিকাংশ সূচক ইতিবাচক। দৈনিক সংক্রমণের গ্রাফ তেমন নিম্নমুখী হয়নি, তবে স্থিতাবস্থা বজায় রেখেছে। গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ ৩,৯০০ থেকে ৪ হাজারের মধ্যে ঘোরাঘুরি করছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ এই কদিনের মধ্যে সবচেয়ে কম।
৩,৯০৭ জন করোনা পজিটিভের হদিশ মিলেছে। সেই তুলনায় দৈনিক করোনামুক্তি বেশ খানিকটা বেশি। গত ২৪ ঘণ্টায় ৪,৪০০-র কাছাকাছি (৪, ৩৯৬)। এই সংখ্যা করোনাকালে একদিনে সংক্রমণ মুক্তের রেকর্ড। সুস্থতার হার আরও বেড়ে হল ৮৯.৮৯। দৈনিক মৃত্যুও কমেছে গত ২৪ ঘণ্টায়। একদিনে করোনার বলি ৫৬ জন।
কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও খুব সামান্য হলেও করোনা সংক্রমণে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই দুই জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৮৬১ ও ৮৫২। এইসময়ে করোনামুক্ত হয়েছেন যথাক্রমে ৭৭৮ ও ৭২৮। এই পরিসংখ্যান যদি স্থিতাবস্থা বজায় না রেখে আরও নামে, তাহলে স্বস্তি পাবে রাজ্যবাসী।
যদিও বুধবার থেকে লোকাল ট্রেন চালু হলে তার কোন প্রভাব পড়বে কিনা, তা ভবিষ্যৎ বলবে। মৃত্যু সংখ্যা কিন্তু কলকাতা ও উত্তর ২৪ পরগনায় এখনও একইরকম। গত ২৪ ঘণ্টায় যথাক্রমে ১৩ ও ১৪। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৩, হুগলিতে ৩, পশ্চিম বর্ধমানে ৩, পশ্চিম মেদিনীপুরে ৩, মুর্শিদাবাদে ৩, নদিয়ায় ২, হাওড়ায় ২, পুরুলিয়ায় ১ ও বীরভূমে ১ জনের মৃত্যু হয়েছে।