এক নজরে

শোভন পথে রাজ্য কমিটিতে এবার বৈশাখীও

By admin

September 10, 2020

কলকাতা ব্যুরো: (ছবি- সামাজিক মাধ্যম) আর কোন বিতর্ক নয়, শোভন চট্টোপাধ্যায়কে পুরোপুরি মাঠে নামাতে এবার বিজেপি রাজ্য কমিটির সদস্য হিসেবে নেওয়া হলো বৈশাখী বন্দোপাধ্যায়কেও। ফলে শোভন চট্টোপাধ্যায়কে রাজ্য কমিটিতে নেওয়ার পর তার যে চাপা অসন্তোষ ছিল, তা এবার কেটে যাবে বলে মনে করছে বিজেপির রাজ্য নেতৃত্ব।

বৃহস্পতিবার সকালেই শুরু হয়েছে বিজেপির কর্মসামিতির বৈঠক। বৈঠকে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ প্রথম সারির নেতারা হাজির থাকবেন। যদিও সেখানে সকলে উপস্থিত থাকবেন না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেভাবেই বৈশাখী বন্দ্যোপাধ্যাযইয়ের কাছেও ভিডিও কনফারেন্সের জন্য পাসওয়ার্ড পৌছে গেছে বলে খবর।

আবার দীর্ঘদিনের সাংবাদিক চার্লস নন্দীকে বিজেপির সংখ্যালঘু সংগঠনের সহ সভাপতি নিযুক্ত করেছে বিজেপি। কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের পাশাপাশি চার্লস ভিন রাজ্যের সংবাদ মাধ্যমেও দীর্ঘদিন কাজ করেছেন। তাই তাকে এবার সংখ্যালঘু সংগঠনের রাজ্য সহ সভাপতি পদ দিয়ে তাকেও মাঠে নামতে চাইছে বিজেপি।