কলকাতা ব্যুরো: গাড়ির ডিকি ভেঙ্গে লুট হওয়া টাকা কয়েক ঘন্টায় উদ্ধার করল পুলিশ ঘটনাটি ঘটেছে রুপনারায়নপুরে।
সালানপুরের জয়ন্ত নাথ মাজি রূপনারায়নপুর স্টেট ব্যাংক থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা তুলে শুক্রবার গাড়ির ডিকিতে রেখে রূপনারায়ানপুর গাড়ি দাঁড় করিয়ে বাজার যান। সেই সময় দুষ্কৃতীরা এসে গাড়ির ডিকি ভেঙে টাকা নিয়ে চম্পট দেয়। ওইদিনই পুলিশ সেই টাকা উদ্ধার করে।


এই ঘটনাকে ঘিরে এসিপি ওমর আলী মোল্লা জানান, ঘটনার অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়। আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিলো যে দুষ্কৃতীরা টাকা নিয়ে এলাকা ছেড়ে যেতে পারেনি সেই টাকা তারা কারও কাছে রেখে দিয়ে যায়। খবর অনুযায়ী, পুলিশের দল রূপনারায়নপুর অমলা নার্সিং হােম সংলগ্ন বাউরি পাড়ার কাছে এক বাড়িতে হানা দিয়ে টাকাটি উদ্ধার করতে সক্ষম হয়। তাছাড়া
বাবন বাউরি সহ দুই মহিলাকে গ্রেফতার করে এবং তাদের কাছে থেকে সম্পূর্ণ টাকা উদ্ধার করে।তাদের আজ জেলা আদালতে তোলা হয় এবং তিন দিনের জন্য রিমান্ডে নিয়ে আসা হয়েছে। কিন্তু আসল ছিনতাইকারীর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে
পুলিশ তদন্ত শুরু করছে।

Share.
Leave A Reply

Exit mobile version