কলকাতা ব্যুরো: প্রায় ছ’মাস বন্ধ ছিল শহরের লাইফলাইন কলকাতা মেট্রো। গত ১৪ সেপ্টেম্বর তা চালু হলেও এখনো স্কুল কলেজ এবং বহু অফিস-কাছারি বন্ধ বা ওয়ার্ক ফ্রম হোম চলায় মেট্রোয় চড়তে হচ্ছে না অনেককেই। অনেকে আবার নিউ নর্মালে ই-পাস পদ্ধতিতে মেট্রোয় চড়তে পারছেন না। ফলে ব্যবহারও হচ্ছে না তাদের সঙ্গে থাকা স্মার্ট কার্ড। অথচ সেই কার্ডে অনেকের ২০০ টাকা অনেকের ৪০০ অনেকের আবার তারও থেকেও বেশি ব্যালান্স রয়েছে। প্রত্যেকের মনেই তাই প্রশ্ন স্মার্ট কার্ডে থাকা এই টাকা তারা ফের যখন কার্ড পাঞ্চ করবেন তখন পাবেন তো! নাকি সেই টাকা আর থাকবে না!মেট্রো কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলো, কার্ডে থাকা ব্যালেন্স পেতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা রিচার্জ করাতে। কিন্তু যারা করেননি! তারা কি তবে টাকা পাবেন না? এই প্রশ্নই ঘুরছে মেট্রো সফরে স্মার্ট কার্ড ব্যবহার করা কয়েক লক্ষ যাত্রীর মনে। তবে আসলে সত্যিটা কি? মেট্রো সূত্রে খবর, একটি স্মার্ট কার্ড একবার রিচার্জের পর তা এক বছর ভ্যালিড থাকে। তার মধ্যে পুনরায় রিচার্জ না করলে সেই টাকা আর পাওয়া যায় না। ঠিক তেমনই লকডাউনের ছ’মাসের মধ্যে অনেকের কার্ডের এই এক বছরের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাদেরকেই ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিচার্জ করতে বলা হয়েছিল। সেক্ষেত্রে তারা কার্ডে থাকা পুরোনো ব্যালেন্স পেয়ে গিয়েছেন। যারা করেননি তাদের টাকা বাতিল হয়ে গিয়েছে। কিন্তু যাদের শেষবার রিচার্জের মেয়াদ এখনও এক বছর পার করেনি তাদের টাকা কার্ডেই রয়েছে। তাদের ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বরের সময়সীমা প্রযোজ্য নয়। এখনই রিচার্জের প্রয়োজনও নেই। তবে এক বছরের ব্যবধানে তা করাতে হবে। ধরা যাক যিনি জানুয়ারি মাসের ১৩ তারিখে কার্ড শেষ বার রিচার্জ করিয়েছেন তাঁকে আগামী বছরের ১২ জানুয়ারির মধ্যেই রিচার্জ করলেই হবে। তারা তাদের পুরনো ব্যালেন্স পেয়ে যাবেন। কোনও সমস্যা হবে না। কিন্তু তারপর করালে নিয়ম অনুযায়ী সেই টাকা আর পাবেন না।