কলকাতা ব্যুরো: ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর শোনালো কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। জানুয়ারি থেকে প্রতি মাসে নয়, তিন মাস অন্তর জিএসটি রিটার্ন সাবমিট করলেই চলবে। যাদের বছরে ৫ কোটি টাকার মধ্যে টার্ণ ওভার তাদের ক্ষেত্রে বলবৎ হবে এই সুযোগ। জিএসটি কাউন্সিলের এই প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ছোট ব্যবসায়ীদের অনেকেরই দাবি, প্রতিমাসে জিএসটি রিটার্ন দাখিল করা অত্যন্ত ঝক্কির কাজ। যা সামলাতে তারা নাজেহাল হয়ে যাচ্ছেন। সর্বত্র ইন্টারনেট পরিষেবার মানও ভালো নয়। তা ছাড়া এতগুলো ফর্ম জমা দেওয়াও বেশ কঠিন। অর্থ মন্ত্রকের সিদ্ধান্ত, জানুয়ারি থেকে ২৪ টি ফর্মের বদলে বছরে ৮ টি ফর্ম জমা দিলেই চলবে ৫ কোটি টাকার কম কারবারিদের।

সোমবারের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, জিএসটি বাবদ রাজ্যগুলির পাওনার মধ্যে ২০ হাজার কোটি টাকা এখনই দিয়ে দেবে কেন্দ্র। প্রসঙ্গত, বকেয়া ক্ষতিপূরণ না পাওয়া নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে রাজ্যগুলির মধ্যে। অন্যদিকে সেস থেকে পাওয়া ৪৭ হাজার কোটি টাকা কেন্দ্র অন্য খাতে খরচ করেছে বলেও সম্প্রতি উল্লেখ করা হয় ক্যাগের রিপোর্টে। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় মুখর হন বিরোধীরা।

Share.
Leave A Reply

Exit mobile version