এক নজরে

ত্বককে উজ্জ্বল করবে হেঁশেলের এই চার রথী

By admin

October 13, 2020

কলকাতা ব্যুরো: কম-বেশি আমরা সকলেই ত্বকের যত্ন নিয়ে থাকি। ত্বককে সুন্দর রাখতে, উজ্জ্বল করে তুলতে নামি-দামী প্রোডাক্ট কিনতেও আমরা পিছপা হই না। কিন্তু বাড়িতে এমন অনেক উপাদানই রয়েছে যা ব্যবহার করে ত্বকের সৌন্দর্য বাড়ানো যেতে পারে। আর এর জন্য বেশি দূরে যেতেও হবে না। বাড়ির রান্নাঘরে উঁকি মারলেই নাগালের মধ্যে পেয়ে যাবেন এগুলি।

১. টমেটো- ত্বকের জন্য অত্যন্ত উপযোগী এই টুসটুসে, লাল সাব্জিটি। রোদের কারণে ত্বক পুড়ে যাওয়ার প্রবণতা থাকলে, দু’চামচ টমেটোর রসে চার চামচ দইয়ের ঘোল মিলিয়ে মুখে লাগান।

২. লেবু- মুখের উন্মুক্ত লোমষ ছিদ্রগুলিকে বন্ধ করতে হলে লেবু আপনার সাহায্য করবে। এ ক্ষেত্রে লেবুর রসের মধ্যে কাঁচা দুধ মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট পর ভালো ভাবে মুখ ধুয়ে নিতে হবে।

৩. মেথি পাতা- এই পাতা বেটে মুখে লাগালে দাগ-ছোপ, ত্বকের শুষ্কভাব, বলিরেখা দূর করা যায়। মেথি পাতা লাগানোর ৫ মিনিট পর ধুয়ে নিতে হবে।

৪. দুধ- একটি বাটিতে দুধ নিন। তাতে তুলো ভিজিয়ে মুখ, ঘাড় ও হাত ভালোভাবে পরিষ্কার করে নিন। তার পর জল দিয়ে ধুয়ে নিতে হবে। ত্বককে স্বাস্থ্যবান করে রাখার জন্য রোজ রাতে ঘুমানোর আগে এটি করা উচিত।