এক নজরে

সম্পর্ক মসৃণ রাখতে হাসিনার সঙ্গে বৈঠক মোদির

By admin

November 24, 2020

কলকাতা ব্যুরো: এ রাজ্যে আগামী বছর বিধানসভা ভোটের আগে বাংলাদেশ সীমান্ত সীল করা নিয়ে ঘুরতে থাকা জল্পনা নিরসন সহ একগুচ্ছ বিষয় নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করছেন নরেন্দ্র মোদি। মূলত সাম্প্রতিক বিভিন্ন ছোটখাটো ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ভারতের মৈত্রীর সম্পর্কে কিছুটা ভাটা পড়েছে। সেই পরিস্থিতি দূর করতে ১৭ ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীর ভিডিও বৈঠক হওয়ার কথা।লকডাউনের মধ্যে পেঁয়াজ রপ্তানি হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ইস্যুতে এ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশ মন্ত্রীর বক্তব্য এর পার্থক্য যথেষ্টই আলোচনায় উঠে এসেছিল। যাতে বাংলাদেশের ক্ষেত্রে খানিকটা অসম্মান হয়েছে বলেও মনে করেন কূটনৈতিক মহল। তার উপরে আগামী বছর ভোটের আগে এ রাজ্যের সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত সিল করার আলোচনা নিয়ে দু’দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি সম্পর্ক অবনতি হতে পারে মনে করে আগামী মাসে বৈঠকে বসছে দুই দেশের শীর্ষ নেতৃত্ব।মোদি সরকার বরাবরই পুরোনো ধারা অব্যাহত রেখেই বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ভালো রাখতে চান। তাই তিনি নিজে যাওয়া ছাড়াও একাধিকবার বিভিন্ন মন্ত্রী এবং সচিবদের বিভিন্ন ইস্যুতে ঢাকায় পাঠিয়ে দেন। একই সঙ্গে বাংলাদেশের মন্ত্রীরা এসে এখন দিল্লিতে বৈঠক করে যান সম্পর্কের দূরত্ব মেটাতে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ঢাকায় থাকতে পারেন নরেন্দ্র মোদি। প্রাথমিক আলোচনার জন্য আগামী ৮ ডিসেম্বর দিল্লিতে দুই দেশের বিদেশ সচিব পর্যায়ে আলোচনার কথা আছে।