এক নজরে

ডোমজুড়ে আগুনে পুড়ে ছাই ছটি কারখানা

By admin

November 09, 2020

কলকাতা ব্যুরো : ডোমজুড়ে আগুনে পুড়ে গেল ছটি কারখানা। হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর নেই । দমকল সূত্রে খবর শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

আজ হাওড়া ডোমজুড় এর বেলতলায় ভোর চারটে নাগাদ একটি কারখানায় আগুন লাগে। তারপর তা ছড়িয়ে পড়ে গায়ে গায়ে লাগা আরো পাঁচটি কারখানায়। আগুনে কয়েকটি কারখানা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। দমকলের ছটি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। কোন কারখানায় প্লাস্টিকের সামগ্রী কোন টায় চানাচুর তৈরি হতো বলে স্থানীয় মানুষেরা জানিয়েছেন। সেই কারণে মজুদ ছিল প্রচুর বস্তু। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।