%%sitename%%

এক নজরে

Raiganj Accident: উল্টে গেলো পরিযায়ী শ্রমিক বোঝাই বাস, মৃত ৬

By admin

September 23, 2021

কলকাতা ব্যুরো: পরিযায়ী শ্রমিক বোঝাই বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়লো রাস্তার পাশে নয়ানজুলিতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছেন বেশ কিছুজন। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল রায়গঞ্জ থানার রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়ক। বুধবার রাত পৌনে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ উদ্ধারকার্য চালাচ্ছে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ জখমদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ৷ তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ৷

জানা গিয়েছে, বাসটি ঝাড়খণ্ড থেকে লখনউয়ের দিকে যাচ্ছিল ৷ রায়গঞ্জের রূপাহারের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী। তবে পুলিশ এবং দমকল পৌঁছনোর আগেই উদ্ধারে হাত লাগান স্থানীয়রা ৷ আসেন পুলিশ সুপার সানা আখতার-সহ পুলিশ-প্রশাসনের অন্যান্য কর্তারা । দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও আসেন তড়িঘড়ি ৷ উদ্ধারের সময় স্থানীয়রা প্রাথমিকভাবে একজনকে মৃত অবস্থায় পান ৷ পরে ক্রেন দিয়ে ডুবন্ত বাসটি তোলার পর আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

পুলিশ সুপার সানা আখতার জানিয়েছেন, খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কয়েকজন যাত্রীকে ওই বাস থেকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠনো হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এই পথ দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

বাসের যাত্রীরা জানিয়েছেন, বাস ভর্তি ছিল। ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় রূপাহারের কাছে অন্য একটি গাড়ির সঙ্গে বাসটির ধাক্কা লাগে ৷ গাড়িটি কী তা সঠিক জানা না গেলেও মনে করা হচ্ছে সেটি ট্রাক বা লরি হতে পারে ৷ তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশে একটি নয়ানজুলিতে উল্টে যায়। দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ৷ তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান ৷ বেশ কয়েকজন পরিয়ায়ী শ্রমিককে উদ্ধার করেন।