এক নজরে

#RussiaUkraine: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য ৬টি বিশেষ উড়ান

By admin

March 02, 2022

কলকাতা ব্যুরো: চব্বিশ ঘণ্টা আগেই চরম উৎকণ্ঠায় ঘরে ফেরার আর্তি জানিয়েছিলেন পূজা প্রহরাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন থেকে তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থা করছেন না বলে ক্ষোভও উগরে দিয়েছিলেন। পূজার ওই টুইট বার্তার পরেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ইউক্রেনে আটকে পড়া ১,৩৭৭ জন ভারতীয় নাগরিককে ফেরানো হচ্ছে।

বিদেশমন্ত্রী এস জয়শংকর বুধবার জানিয়েছেন, অপারেশন গঙ্গার আওতায় গত ২৪ ঘণ্টায় মোট ৬টি ফ্লাইটে ১,৩৭৭ জনকে দেশে ফেরানো হচ্ছে। এঁরা সকলেই ইউক্রেনে আটকে পড়েছিলেন। জয়শংকরের টুইটবার্তা অনুযায়ী, ৬টি ফ্লাইটে ১৩৭৭ জন ভারতীয় দেশের উদ্দেশে ইতিমধ্যে রওনা দিয়েছেন। প্রথম ফ্লাইটটি আসছে পোল্যান্ড থেকে।

অপারেশন গঙ্গা-র কথা মাথায় রেখেই ইউক্রেন সীমান্ত লাগোয়া প্রতিবেশী চারটি দেশের জন্য বিশেষ দূত নিয়োগ করে কেন্দ্র। উদ্ধারকাজে তদারকির দায়িত্ব দেওয়া হয় ওই দূতদের। কেন্দ্রের তরফে এই চার দূত হলেন পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, আইনমন্ত্রী কিরেণ রিজিজু, অসামরিক বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিং। ইউক্রেন থেকে হাঙ্গেরি সীমান্তে চলে আসা ভারতীয়দের ফেরানোর বিষয়টি তদারকি করছেন হরদীপ সিং। স্লোভাকিয়া থেকে ভারতীয়দের ফেরানোর দায়িত্ব কিরেণের উপর। রোমানিয়া থেকে ফেরানোর দায়িত্বে জ্যোতিরাদিত্য। পোল্যান্ড দেখছেন জেনারেল ভিকে সিং।

মঙ্গলবার সকালে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে শেখরাপ্পা জ্ঞানগৌরা নামে এক ভারতীয় মেডিক্যাল পড়ুয়ার মৃত্যুর পরেই নড়েচড়ে বসে কেন্দ্র। ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে রাতেই উচ্চপর্যায়ের বৈঠক করেন নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রী এস জয়শংকর ছাড়াও বৈঠকে ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তার আগে রবি ও সোমবারও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিলেন মোদি। বৈঠকে ‘অপারেশন গঙ্গা’র অগ্রগতি পর্যালোচনা করা হয়।

‘অপারেশন গঙ্গা’র আওতায় এয়ার ইন্ডিয়ার বিশেষ উড়ানে ইউক্রেনে আটকে-পড়া ভারতীয়দের ফেরানো হচ্ছে। ভারতীয় বায়ুসেনাকেও এই উদ্ধার অভিযানে শামিল হওয়ার আর্জি জানান নরেন্দ্র মোদী।