এক নজরে

বিতর্ক পুলিশের জবাবই টুইটারে

By admin

September 04, 2020

কলকাতা ব্যুরো: আইনের সূক্ষ্ম চালে এবার বিতর্ক বাঁধলো করোনার মাস্ক নিয়ে। পাবলিক প্লেসে মাস্ক পড়া বাধ্যতামূলক বলে নির্দেশিকা দিয়েছিল স্বাস্থ্যমন্ত্রক। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলছে রাস্তায় বেরোলেই মুখে লাগাতে হবে মাস্ক।এবার প্রশ্ন, যদি কেউ চারচাকা গাড়িতে জানালার কাঁচ তুলে একা ভ্রমণ করেন, সেক্ষেত্রে কি মাস্ক পরা বাধ্যতামূলক? অথবা জিমনেসিয়ামে কেউ একাই শরীর চর্চা করছেন, সেক্ষেত্রে? সম্প্রতি দিল্লি পুলিশকে এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন এক নাগরিক। তার জবাবে দিল্লি পুলিশ জানিয়েছে, তাতে এই বিতর্ক বেড়েছে।

ফলে দিল্লির মত অন্যান্য শহরেও ঘুরে বেড়ানো এই প্রশ্ন নিয়ে এবার নেটিজেনদের মধ্যে বিতর্ক বাড়ালো বলে।সম্প্রতি দিল্লি পুলিশকে এক নাগরিক প্রশ্ন করেছিলেন, যদি কেউ একা গাড়ি নিয়ে যায় সে ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক কিনা। দিল্লি পুলিশের বক্তব্য, বাধ্যতামূলক প্রত্যেকটি মানুষের জন্য। তিনি যখন যেখানেই যান না কেন বা একা গাড়ি চালানোর ক্ষেত্রেও।

যদিও বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সচিব এক সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন, যখন কোন কেউ সঙ্গী নিয়ে গাড়িতে যাচ্ছেন সে ক্ষেত্রে তার মাস্ক বাধ্যতামূলক। পাশাপাশি তিনি বলেন, সাইকেল চালানো, এক্সারসাইজ করা অথবা এমন ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক কিনা সে ব্যাপারে কোন কিছু বলা হয়নি।স্বাস্থ্য মন্ত্রণালয় বা তাদের করোনা গাইডলাইন যাই বলুক না কেন, দিল্লি থেকে শুরু করে দেশের যেকোনো বড় শহরেই এখন স্বরাষ্ট্রমন্ত্রকের পুলিশ কিন্তু মাস্ক পরা বাধ্যতামূলক জনসমক্ষে, এই তথ্য হাতিয়ার করেই নাগরিকদের ফাইন করছে। আর জনগণের বক্তব্য, একটি গাড়ির মধ্যে একা চালক তিনি জনসমক্ষে রয়েছেন কিনা এর উত্তর কে দেবে।যদিও ফাঁকা জায়গায় একটি গাড়ির মধ্যে কেউ মদ্যপান করলে তাকে আইনত দণ্ড দেওয়া যাবে কি না তা নিয়ে কিছুদিন আগে প্রশ্ন উঠেছিল। গত বছরেই সুপ্রিম কোর্ট এক রায় জানিয়ে দেয়, পাবলিকের রাস্তায় একটি গাড়ি চলা মানেই পাবলিক প্লেস হিসেবে গণ্য হবে।ফলে আপনি একা নাকি গাড়িও আপনার রক্ত মাংসের সঙ্গী তা নিয়ে ভাবতে থাকুন। আলোচনা, বিতর্ক করুন, ফেসবুক, টুইটারে কুস্তি করু ন। আপনি যদি পুলিশের হাতে ধরা পড়েন সে ক্ষেত্রে এই বিতর্ক বাড়িয়েও পার পাওয়ার কোনো সুযোগ নেই। তার থেকে মাস্ক মুখে লাগিয়ে একা গাড়ি চালান। তারমধ্যে বিতর্ক চলছে চলুক।।