এক নজরে

জেমস বন্ড খ্যাত সিন কোনারি প্রয়াত

By admin

October 31, 2020

কলকাতা ব্যুরো : জেমস বন্ড খ্যাত বিখ্যাত অভিনেতা সিন কোনারি আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন। বি বি সি মারফৎ এই খবর জানানো হয়েছে। সিন কনারি প্রথম জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করে সবার মন জয় করেছিলেন। তিনি দুবার অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড পান।