কলকাতা ব্যুরো: শিলিগুড়ি সহ চার পুরনিগমের প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। কালীঘাটে দীর্ঘ বৈঠকের পর বৃহস্পতিবার রাতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। চার পুরনিগমের মধ্যে তুলনামূলক বেশি চর্চায় রয়েছে শিলিগুড়ি পুরসভা। সেখানকার প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক। একদিকে যেমন গৌতম দেবকে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছে। ঠিক তেমনি সদ্য তৃণমূলে যোগ দেওয়া অনেককেই প্রার্থী করা হয়েছে।

গৌতম দেব ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শেষ পুরভোটে ১৭ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত ছিল। সেইকারণে তিনি প্রার্থী হননি। তবে, এবার তাঁকে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছে ৷ ২৪ নম্বর ওয়ার্ড থেকে বিধায়ক শংকর ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর বিরুদ্ধে পুরনো সৈনিকেই আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। প্রতুল চক্রবর্তীকে শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে তৃণমূল ৷

৬ নম্বর ওয়ার্ডে বামেদের প্রার্থী প্রাক্তন মেয়র-মন্ত্রী অশোক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে মহম্মদ আলম তৃণমূলের হয়ে লড়বেন। এছাড়াও একাধিক পুরনো সৈনিকের পাশাপাশি প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকারও প্রার্থী হয়েছেন। ১৫ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন রঞ্জন সরকার ৷ তবে বহু নতুন মুখও তালিকায় রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version