কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যু তদন্তে মাদকের রহস্য উদঘাটন করতে গিয়ে এখন ঠগ বাছতে গা উজার হয়ে যাওয়ার অবস্থা। এতদিন মাদকে ছিল শুধু বলিউডের এবং প্রভাবশালী মহলের যোগের ইঙ্গিত, এখন তার মধ্যে ঢুকে পড়ল ক্রিকেটও। বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া বৃহস্পতিবার এবিপি নিউজ ক্যামেরার সামনে অভিযোগ করেছেন, আইপিএলের খেলা শেষে কলকাতায় পার্টিতে মাদক সেবন করতে তিনি দেখেছিলেন অনেককে। এ ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানিয়েছেন, আইপিএল নাইট রাইডার্স এর খেলা দেখতে তিনি কলকাতায় এসেছিলেন। খেলা শেষে পার্টিতে তাকেও ডাকা হয়েছিল। সেখানে ক্রিকেটারদের সঙ্গেই ছিলেন তাদের স্ত্রীরা।

পার্টি চলাকালীন তিনি একসময় শৌচাগারে যান। সেখানে যা দেখেছিলেন তাতে তিনি হতবাক। শৌচাগারে তিনি দেখেন নামিদামি ক্রিকেটারদের স্ত্রীরা কোকেনের নেশা করছেন। তাদের কেউ কেউ তাকে দেখে মৃদু হাসেন, তিনিও হালকা হেসে সেখান থেকে বেরিয়ে যান।

তাঁর বক্তব্য, আমি নিশ্চিত, আমি যদি সে সময় পুরুষদের শৌচাগারে ঢুকতাম, সেখানেও একই ছবি দেখতে পেতাম। ওই অভিনেত্রী এও জানিয়েছেন, এনসিবি তাকে ডাকলে তিনি সেখানে গিয়েও এ কথা জানাতে রাজি আছেন।

মুম্বাইয়ের মাদকচক্রের বলিউডের যোগ নিয়ে এখন ছান বিন চলছে। তারই মধ্যে এক অভিনেত্রীর এমন অভিযোগে নতুন করে ক্রিকেট দুনিয়া এবার নজরে চলে এলো নারকটিকস কন্ট্রোল ব্যুরোর।

Share.
Leave A Reply

Exit mobile version