এক নজরে

#UPSCResult: UPSC-তে নারীদের জয়জয়কার

By admin

May 30, 2022

কলকাতা ব্যুরো: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সাফল্য বারবার নজর কেড়েছে দেশবাসীর। এবারও ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শ্রুতি শর্মা জেএনইউরই প্রাক্তনী। স্বাভাবিকভাবেই তাঁর এই সাফল্য দিল্লির এই বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক জুড়ে দিল।

সোমবারই প্রকাশিত হয়েছে সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল। সর্বভারতীয়স্তরের প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় পাশ করেছেন ৬৮৫ জন। তাঁদের মধ্যে প্রথম চারজনই মহিলা। সাফল্যের নিরিখে এবার পুরুষদের টেক্কা দিয়েছেন মেয়েরা। মেধা তালিকার প্রথমে রয়েছেন শ্রুতি শর্মা। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকারীরা হলেন অঙ্কিতা আগরওয়াল, চণ্ডিগড়ের যামিনী শিংলা এবং ঐশ্বর্য বর্মা। পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন উৎকর্ষ দ্বিবেদী।

দিল্লির বাসিন্দা শ্রুতি স্কুলের গণ্ডি টপকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সেন্ট স্টিফেন্স কলেজে ভরতি হয়েছিলেন। তার পর যোগ দেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি সিভিল সার্ভিসের প্রস্তুতির জন্য জামিয়া মিলিয়া ইসলামিয়া রেসিডেন্সিয়াল কোচিং সেন্টারে ভরতি হয়েছিলেন তিনি। তার পরই মিলল সাফল্য। তাৎপর্যপূর্ণভাবে এবার জামিয়া মিলিয়ার এই কোচিং সেন্টার থেকে ২৩ জন পরীক্ষার্থী দেশের মধ্যে সবচেয়ে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লেখেন, সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা। আমরা যখন দেশজুড়ে আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি, সেই গুরুত্বপূর্ণ সময়ে এই নবপ্রজন্ম আমলা হিসেবে দেশের সেবায় নিজেদের নিয়োগ করছেন। ভবিষ্যতের জন্য তাঁদের অনেক শুভেচ্ছা।

শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।