কলকাতা ব্যুরো: ঘৃণা উৎপাদন এবং হিংসা ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে শো কজ নোটিশ দিয়ে এই প্রশ্ন করল মুম্বাই পুলিশ। এ ব্যাপারে জবাবদিহি করার জন্য রিপাবলিক টিভির মালিক অর্ণব গোস্বামীকে আগামী ১৬ অক্টোবর তাদের কাছে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ।পুলিশের বক্তব্য, পালঘর জেলায় সাধুদের গণপিটুনি এবং লকডাউনের মধ্যে বান্দ্রা স্টেশন পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে টিভি চ্যানেলে তিনি ঘৃণামুলক ও হিংসা ছড়ানোর মত বক্তব্য রেখেছেন। তাই তার বিরুদ্ধে পুলিশ কেন সিআরপিসি ১০৮ ধারায় ব্যবস্থা নেবে না?
ইতিমধ্যেই ওই দুটি ঘটনায় পুলিশ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দুটি থানায় অভিযোগ দায়ের করে রেখেছে। এবার সেই ঘটনাটাই শোকজ নোটিশ দিয়ে তার বক্তব্য জানতে চাইল মুম্বাই পুলিশ।ফলে একদিকে টি আর পি ইস্যুতে যখন মুম্বাই পুলিশ এবং রিপাবলিক টিভির মধ্যে আঁকচা আঁকছি চলছে। ঠিক সে সময় অর্ণব গোস্বামীকে অন্য মামলায় পুলিশের তলবে জল অনেকদূর যাবে বলেই মনে করছেন নাগরিকরা।