কলকাতা ব্যুরো: শটগানের গুলিতে মৃত্যু হয়েছে শিলিগুড়িতে বিজেপির আন্দোলনে উলেন রায় নামে ওই ব্যক্তির। ময়নাতদন্তের রিপোর্টে শটগানের গুলির কথা উল্লেখ রয়েছে বলে জানিয়ে দিল রাজ্য পুলিশ। একই সঙ্গে রাজ্য পুলিশের বক্তব্য, যে ধরনের গুলিতে মৃত্যু হয়েছে ওই ধরনের আগ্নেয়াস্ত্র পুলিশ ব্যবহার করে না। তাই বহিরাগতদের গুলিতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি রাজ্য পুলিশের।
এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে রাজ্য পুলিশের দাবি, বিজেপির উত্তরকন্যা অভিযানের ডাকে অস্ত্রধারীরা যুক্ত ছিল। ফলে পুলিশের ইঙ্গিত, বহিরাগত দের গুলিতে মৃত্যু হয়ে থাকতে পারে ওই ব্যক্তির। যদিও পুলিশের কথায় একেবারেই পাত্তা দিচ্ছে না বিজেপি।
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু শিলিগুড়িতে বলেছেন, পুলিশ মিথ্যে কথা বলছে। যে ধরনের গুলি লেগেছে, তা আরও কয়েকজন সমর্থক এর গায়ে লেগেছে। তাদের সামনে থেকে গুলি করা হয়েছে। আর সোমবার শিলিগুড়িতে বিক্ষোভ আন্দোলনে সামনের দিকে ছিল পুলিশ। খুব কাছ থেকেই পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ বিজেপির।
তাদের বক্তব্য, পুলিশ আন্দোলনকারীদের ব্যারিকেড ভাঙার জন্য প্ররোচনা দিয়েছিল। সেই ব্যারিকেড টপকানোর চেষ্টা করতেই গুলি চালানো হয়। পুলিশের দিক থেকে গুলিতে সমর্থকের মৃত্যুর অভিযোগে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
এদিকে শিলিগুড়িতে তাদের আন্দোলনে পুলিশের গুলিতে এক সমর্থকের মৃত্যুর অভিযোগ তুলে আজ গোটা উত্তরবঙ্গ জুড়ে ডাকা বিজেপির বনধে মিশ্র ছবি দেখা গিয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার আশপাশের এলাকায় দোকানপাট বন্ধ। রাস্তায় গাড়ির সংখ্যা খুব কম। মালদায় দোকানপাট বন্ধ করতে বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিতেও দেখা গেছে। তবে এখনো পর্যন্ত বড় কোনো গোলমালের খবর নেই। যদিও শিলিগুড়ির ঘটনার পর আরো সন্তর্পনে পরিস্থিতি হ্যান্ডেল করতে পরামর্শ দেওয়া হয়েছে পুলিশকে।