এক নজরে

#barrackporeshootout: ব্যারাকপুরের বিরিয়ানির দোকান লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি

By admin

May 16, 2022

কলকাতা ব্যুরো: ভরদুপুরে বারাকপুরের জনপ্রিয় বিরিয়ানির দোকানে গুলি। রাস্তায় দাঁড়িয়ে দোকান লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। জানা যাচ্ছে, গুলিবিদ্ধ হয়েছেন ২ জন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে মোহনপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, ব্যারাকপুরের ওয়ারলেস গেটের কাছে রয়েছে একটি জনপ্রিয় বিরিয়ানি দোকান। প্রতিদিনই দুপুর থেকে বহু মানুষের আনাগোনা লেগে থাকে সেখানে। সোমবারও তার অন্যথা হয়নি। এদিনও প্রচুর লোক ছিল দোকানে। বেলা ৩ টে নাগাদ আচমকাই বাইকে করে এসে দুই দুষ্কৃতী দোকান লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। হতবাক হয়ে যান সকলে। কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দোকানের এক কর্মী ও এক ক্রেতা। দোকানের মালিক বাপি দাস-ই হামলাকারীদের লক্ষ্য ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে ইতিমধ্যে শেখ রাজু নামে ওই বাইক চালককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এদিকে জনতার সম্বিত ফেরার আগেই বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কতীরা। হুলুস্থুলু পরিস্থিতি তৈরি হয় এলাকায়। তড়িঘড়ি গুলিবিদ্ধদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে বিএন বোস হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। দোকানের এক কর্মী বলেন, আমি বিরিয়ানি তৈরি করি। মশলা নিতে ম্যানেজারের কাছে এসেছিলাম। সেই সময় পরপর গুলির শব্দ পাই। প্রথমে কিছু বুঝতে পারিনি। তারপর দেখলাম দোকানের দুজন গুলিবিদ্ধ হয়েছে। একই কথা জানিয়েছেন দোকানের মালিকও।

ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। খতিয়ে দেখে ঘটনাস্থল। পুলিশের তরফে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ অনুযায়ী, আততায়ীরা হেলমেট পরা ছিল। ৩ রাউন্ড গুলি চলেছে। আহতরা ভর্তি বিএন বসু হাসপাতালে। তবে ঠিক কী কারণে বিরিয়ানির দোকান লক্ষ্য করে গুলি চললো? নেপথ্যে ব্যবসায়িক শত্রুতা নাকি কারও সঙ্গে ব্যক্তিগত আক্রোশের জেরেই এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।