কলকাতা ব্যুরো: ভাটপাড়ার পর জগদ্দল। এবার কাজে যাওয়ার পথে যুবককে গুলি করে খুনের অভিযোগ। জগদ্দলের শান্তিনিবাসপল্লীর বাসিন্দা মৃত যুবক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘটনার নেপথ্যে রয়েছে পরিচিত কেউ।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম রোহিত দাস। বয়স ১৯ বছর। ভাটপাড়া পুরসভার জগদ্দলের ২৬ নম্বর রেলগেট সংলগ্ন শান্তিনিবাস পল্লির বাসিন্দা ওই যুবক। পরিবার সূত্রে খবর, জুটমিলে কাজ করতেন রোহিত। শনিবার রাতে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন যুবক। এরপরই গুলির শব্দ শুনতে পান দাস পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবেই তাঁরা ঘর থেকে ছুটে বেরোন। দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রোহিত। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। পরিবারের সদস্যরা তড়িঘড়ি যুবককে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয়েছে রোহিতের।
মৃতের পরিবারের সদস্যদের দাবি, শেষ মুহূর্তে রোহিত জানিয়েছিলেন করণ যাদব নামে এক যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। কিন্তু কী কারণে রোহিতকে খুন করল করণ? তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও হদিশ মেলেনি অভিযুক্তের। তার খোঁজ চলছে। এদিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রোহিতের দেহ।
উল্লেখ্য, শনিবার দুপুরেই ভাটপাড়ায় খুনের ঘটনা ঘটেছিল। ১২ নম্বর ওয়ার্ডের বাকড় মহল্লায় চলে গুলি। নিহত হন সালাউদ্দিন আনসারি নামের এক যুবক। তিনি পেশায় ইমারত ব্যবসায়ী ছিলেন। যুবককে খুনের পর এলাকায় ভাঙচুরও চালায় দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা। সেই ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে ফের গুলি করে খুনের ঘটনা।