কলকাতা ব্যুরো: আবার চমক। ভবানিপুর কেন্দ্র থেকে নিজের বিধায়ক পদ থেকে সরে দাঁড়ালেন তৃণমূল নেতা তথা মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় গিয়ে অধ্যক্ষের সামনে তিনি তার পদত্যাগপত্র পেশ করেন। ফলে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া, নন্দীগ্রাম থেকে ছেড়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে আবার তার পুরনো রাসবিহারী বিধানসভা থেকেই জয়ী হয়ে বিধানসভায় আসছেন, এটা একরকম নিশ্চিত।
এই অবস্থায় বর্ষীয়ান রাজনীতিক ও রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, খড়দা বা শান্তিপুরের মত বিধানসভা থেকে তাকে জিতিয়ে আনা হতে পারে। আবার তাকে তৃণমূল, রাজ্যসভার সাংসদ হিসেবে পাঠাতে পারে বলে খবর। যদিও পদত্যাগপত্র দেওয়ার পর শোভন দেব চট্টোপাধ্যায় বলেছেন, ভবানিপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসুন, এটা আমরা সবাই চাই। তাই আমি স্বেচ্ছায় এই বিধানসভা থেকে পদত্যাগ করছি। এবার দল আমার ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত হবে।
রাসবিহারী থেকে দীর্ঘ দিন ভোটে লড়া শোভন দেব পরবর্তীতে ভবানীপুর থেকে ভোটে দাড়ান। ভবনিপুর থেকে পদত্যাগ করতে দল তাকে আগেই নির্দেশ দিলেও, বিভিন্ন কারণে তিনি আগে পদত্যাগ করেননি বলে খবর। এর আগে সুব্রত বক্সীর বাড়ি ডেকেও তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। সেখানে ববি হাকিম উপস্থিত ছিলেন। যদিও শোভন দেব চট্টপাধ্যায়ের ছেলেকে আগামী দিনে কোন বিধানসভার প্রার্থী করা হতে পারে বলেও তৃণমূল সূত্রের খবর। ভবনিপুর থেকে আবার বিধানসভায় যাওয়ার জন্য পুনঃনির্বাচনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।