এক নজরে

পিকের অনুরোধ সত্বেও আগামী ভোটে লড়বেন না শীলভদ্র দত্ত

By admin

December 01, 2020

কলকাতা ব্যুরো : ব্যারাকপুর এর বিধায়ক শীলভদ্র দত্ত। মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাই মুকুলবাবু দল ছাড়ার পর বেশ খানিকটা কোণঠাসা হয়ে পড়েছেন শীলভদ্র বাবু। বড় একটা দেখা যায় না তাকে। আর রাজনৈতিক মহলে তো নয় ই। কথাবার্তা শোনা যায় না বড় একটা। আজ হঠাৎ ই পিকের টিমের লোকজন গিয়ে হাজির হয়েছিলেন ব্যারাকপুরের বিধায়কের বাড়িতে। উদ্দেশ্য রাজনীতিতে আবার তাকে ফিরিয়ে আনা।

ভোটের দামামা বেজে গেছে। ফুটবল মাঠের মতো জার্সি বদল রাজনৈতিক দলে ও শুরু হয়ে গেছে। সে সব ভেবেই পি কে র টিম গিয়েছিলো শীলভদ্র দত্তের বাড়িতে তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজনৈতিক আঙ্গিনায় আবার ফিরিয়ে আনবার জন্য। সে গুড়ে বালি। শীলভদ্র বাবু অনড়। আগেও তিনি জানিয়ে দিয়েছিলেন এবার ভোটে তিনি লড়ছেন না। পিকের দল গিয়েও তাকে ভোটের ময়দানে আনার চেষ্টায় ব্যর্থ হলো। উপরন্তু বেশ খানিকটা চোটে গেছেন শীলভদ্র দত্ত। পি কের টিম কেন তার বাড়িতে এলো তা নিয়ে সরব হয়েছেন তিনি। দলীয় নেতারা তার বাড়িতে আসতে পারতেন। কিন্তু তার বদলে দল কেন পিকের টিমকে তার বাড়িতে পাঠালো এনিয়ে বিরক্তি প্রকাশ করেছেন শীলভদ্র দত্ত। তৃণমূলের এই পি কে নির্ভরতা এবারের ভোটে কাল হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল দল পিকেকে গিলতেও পাচ্ছে না, উগড়াতে ও পাচ্ছে না।

এদিকে শীলভদ্র বাবুর সঙ্গে তৃণমূলের সম্পর্ক বেশ খানিকটা তলানিতে গিয়ে ঠেকেছে। কিছু কিছু নেতা তাকে ইঁদুর, বাঁদর বলে সমালোচনাও করেছেন। অনেকের মতে তিনি ইঁদুরের মতো গর্তে ঢুকে আছেন। আজ শীলভদ্র বাবু সেই সব নেতাদের জবাবও দিয়েছেন। জানিয়েছেন ইঁদুর শুধু গর্তে ঢুকে থাকে না। জাহাজ ও ডুবিয়ে দিতে পারে। তবে তিনি মনে করেন না তৃণমূলের জাহাজ ডুবতে চলেছে। তার ধারণা তৃণমূল দু’শোর বেশি আসন পেয়ে এবারে বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে। শীলভদ্র বাবু যদি ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই না করেন তাহলে তার জায়গায় দল কাকে টিকিট দেবে সে নিয়েও তৃণমূল দলে বেশ আলোচনা আরম্ভ হয়েছে। আলোচনা চলছে রাজনৈতিক মহলেও।