কলকাতা ব্যূরো: সম্পূর্ণ নিজের উদ্যোগে আসানসোলবাসীসহ সমগ্র বঙ্গবাসীকে মফস্বলে বাংলায় প্রথম ওয়াক্স মিউজিয়ম ও শিশ মহল উপহার দিলেন মোমের মূর্তির শিল্পী সুশান্ত রায়। শুক্রবার আসানসোলের তিন নম্বর মহীশিলা কলোনীতে শিল্পী সুশান্ত রায়ের নিজস্ব কর্মশালার নীচতলায় চার হাজার স্কয়ার ফুট জুড়ে গড়া ওয়াক্স মিউজিয়ম ও উপরতলার সাড়ে সাতশো স্কয়ার ফুট জুড়ে শিশ মহলের উদ্বোধন করেন স্বামী বলভদ্রানন্দ মহারাজ ।


উপস্থিত ছিলেন স্বামী সোমাত্মাজী মহারাজ, আসানসোলের পুর নিগমের মূখ্য প্রশাসক অমরনাথ চ্যাটার্জী ও রাণীগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায়। শিশ মহলটি তৈরী করেন রাজস্থানের শিল্পী হাকিম শেখ। শিল্পী সুশান্ত রায় বলেন, বাংলায় মফস্বলে এই প্রথম ওয়াক্স মিউজিয়ম ও শিশ মহল দর্শনার্থীদের জন্য তৈরি হলো প্রত্যহ খোলা থাকবে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রবেশ মূল্য ১০০ টাকা ।


২০০৩ সালে বিগ বস অমিতাভ বচ্চনের আবক্ষ মোমের মূর্তি দিয়ে শুরু হয়েছিল সুশান্ত রায়ের পথ চলা। মন্ত্রী সূভাষ চক্রবর্তীর অনুপ্রেরণায় তৈরী করেন তৎকালীন মূখ্যমন্ত্রী জ্যোতি বসুর পূর্ণাঙ্গ মূর্তি, যা জ্যোতি বসুকে উপহার দেওয়া হয় । ২০১৪ সালের নভেম্বরে কলকাতার নিউটাউনে মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উদ্বোধন করেন মাদার ওয়াক্স মিউজিয়ম।


শিল্পী সুশান্তর তৈরি দেশ-বিদেশের নামিদামি ব্যক্তিত্বদের মোমের মূর্তি ছড়িয়েছে বিভিন্ন প্রান্তে। তার এই কাজ যথেষ্টই প্রশংসা পেয়েছে দেশ-বিদেশের তাবড় প্রভাবশালীদের থেকে। খেলোয়াড় থেকে অভিনেতা- অভিনেত্রী বা রাজনৈতিক ব্যক্তিত্ব -তাদের মোমের অবয়ব গড়ে সুশান্ত তার শিল্পকর্মের নমুনা রেখেছেন এতদিন। এবার সেই শিল্পী একটি স্থায়ী কেন্দ্র নিজে করতে পেরে স্বভাবতই আপ্লুত।
নিজে এলাকায় একক প্রচেষ্টায় ওয়াক্স মিউজিয়ম ও শিশ মহল গড়ে নিজের দীর্ঘ দিনের স্বপ্নকে বাস্তবায়িত করলেন শিল্পী সুশান্ত রায়।

Share.
Leave A Reply

Exit mobile version