এক নজরে

#ShareMarket: সার্ভার সমস্যা দেখা দেয় National Stock Exchange -র

By admin

March 07, 2022

শেয়ার বাজার থেকে নিয়মিত লাভ করতে যোগাযোগমৈনাক শর্মা 8759689108 (call and WhatsApp)

রাশিয়ার সৈন্যবাহিনী ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নেবার খবর ঘোষণা পর ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে 4 মার্চ ভারতীয় বাজার টানা তৃতীয় দিনের জন্য নীচের দিকে। আজ একটি ব্যবধান-ডাউন দিয়ে শুরু করে বাজার।

প্রত্যাশিত নীচে বাজার, তার উপর সার্ভার সমস্যা দেখা দেয় নেশনাল স্টক এক্সচেঞ্জের। বাজার শুরুর সাথেই বেশ কিছুক্ষন আটকে যায় স্টক গুলির মুল্য তালিকা। সেবির নির্দেশে বাজার খোলার ৪৫ মিনিটের মধ্যেই ঠিক হয় সার্ভার। এরই মাঝে নীচের দিকে বাজারের দুই সূচক। সেনসেক্স ১,৪৭৬.০৭ পয়েন্ট বা ২.৭২% কমে দাঁড়ায় ৫২,৮৫৭.৭৪ এ এবং নিফটি ৪৬০ পয়েন্ট বা ২.৪৩% কমে ১৫,৭৮৫.৪০ এ আসে। প্রায় ৫৩২ টি শেয়ার বেড়েছে, ২৪২৯ টি শেয়ার কমেছে এবং ১২৭টি শেয়ার অপরিবর্তিত রয়েছে।

ভারতীয় রুপি সোমবার 80 পয়সা কম হয়ে যায় 76.96 প্রতি ডলারে। অর্থাৎ খোলা হয়েছে বনাম শুক্রবারের 76.16 এর বন্ধ। শুক্রবার বিশ্ববাজারে হতাশাবাদী মনোভাব এবং ইউক্রেনের ভূ-রাজনৈতিক উত্তেজনার আশঙ্কায় ডলার সূচক ০.৭২% বেড়েছে। আরও, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাশিত চাকরির তথ্যের চেয়ে শক্তিশালী মধ্যে ডলার দৃঢ় ছিল। মার্কিন বেকারত্বের হার ফেব্রুয়ারী 2002-এ 3.9% থেকে 3.8% এ নেমে এসেছে, যা 2020 সালের পর সর্বনিম্ন।

প্রত্যাশিত নীচে যায় বা শর্ট সেলে লাভ আসতো mother-son sumi, বিড়লা সফট, আমার রাজা বা amron ব্যাটারি স্টক। মারুতি সুজুকি মাহিন্দ্রা ফাইন্যান্স, hero motors। উপরে উঠে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা Cyient, ongc vedanta ।