কলকাতা ব্যুরো: ২০২২-২০২৩ আর্থিক বর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ হল মঙ্গলবার। প্রতিবছরই বাজেটকে ঘিরে চড়তে থাকে প্রত্যাশার পারদ। সরকারের পদক্ষেপ ঘিরে নানা জল্পনা থাকে। অর্থমন্ত্রী কী ঘোষণা করেন সেই নিয়ে শুরু হয়ে যায় চর্চা। শেষ পর্যন্ত বাজেট পেশ হতেই হু হু করে বেড়েছে পেটিএম, আইআরসিটিসির শেয়ার দর। পাশাপাশি ধাতু ও ওষুধ নির্মাতা সংস্থার শেয়ার দরও বেড়েছে। এদিকে শেয়ার দর পড়েছে মারুতি, হিরো মোটর্স, টিভিএসের।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ভিকে বিজয় কুমার নামে এক বাজেট বিশেষজ্ঞের মতে, এবারের বাজেট অনেক বেশি বাস্তবমুখী। মনে করা হচ্ছিল, সামনেই পাঁচ রাজ্যের ভোটের দিকে তাকিয়ে হয়তো ভোটমুখী বাজেটের পথে হাঁটবে কেন্দ্র। কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তাঁর জীবনের চতুর্থ যে বাজেট পেশ করেছেন তাতে সেই ভাবে ভোটকে পাখির চোখ করা হয়নি বরং অর্থনৈতিক অগ্রগতির দিকে তাকিয়েই বাজেট করা হয়েছে। এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও।
এদিন বাজারের লেনদেন শুরু হতেই একলাফে ৭০০ পয়েন্ট চড়ে সেনসেক্স। পরে সময়ের সঙ্গে সঙ্গেই তা আরও বেড়েছে।
জেনে নিন কোন সংস্থার শেয়ারের দাম বাড়ল-
অতিমারী আবহে নির্মলার বাজেট ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে ভালই প্রত্যাশা ছিল। এবং বাস্তবে দেখা গিয়েছে যে, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোন্নয়নে জোর দিয়েছে কেন্দ্র। ফলে স্বাভাবিক ভাবেই বাজেট ঘোষণার পরও যথেষ্ট চাঙ্গা শেয়ার বাজার।