সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট


আজ এক বুলেটিন এর মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানায়, ২০২১ অর্থ বর্ষের তৃতীয় কোয়াটার থেকে পসিটিভ গ্রোথ এ যেতে পারে ভারতীয় অর্থনীতি। এছাড়াও আজ অর্থমন্ত্রী অটো মোবাইল, ফার্মা, মেটাল এবং ফুড ইন্ডাস্ট্রিতে ১. ৪৬ লক্ষ টাকার প্যাকেজ ঘোষণা করেন। দেশীয় উৎপাদিত দ্রব্য বিদেশে পাঠানোর ক্ষেত্রেও বিশেষ ছাড় দেয়। আজ এই খবর আসার সাথে সাথেই ফার্মা, মেটাল এবং আই টি ইনডেক্স বাড়তে শুরু করে। যার ফলস্বরুপ দিনের শেষে বাজার সর্বচ্চ উচ্চতায় বন্ধ হয়।

দিনের শেষে কোন কোন ইনডেক্স / সেক্টর কতটা ( কমলো/ বাড়ল ) তা একবার দেখেনি:

নম্বরইনডেক্সক্লোসিং প্রাইস( + / – ) %পয়েন্টদিনের সর্বচ্চদিনের সর্বনিম্ন
নিফটি১২৭৪৯.১৫০.৯৩১১৮.০৫১২৭৬৯.৭৫১২৫৭১.১০
সেনসেক্স৪৩৫৯৩.৬৭০.৭৩  ৩১৬.০২৪৩৭০৮.৪৭৪২৯৭০.২১
ব্যাঙ্কনিফটি২৮৮৪৫  .৮৪২৩৯
নিফটি ফার্মা.৫৯%
নিফটি মেটাল.৪৬%
নিফটি আই টি.৬৮%

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 74.38 ( +0.20 ), GBPINR Rs. 98.39 ( -0.17 ), EURINR 87.50 (-0.25 ) , JPYINR Rs. 70 ( -0.03 ).

গতকাল সোনার দর ছিল ৫০৫০১ টাকা ( ১০ গ্রাম )। যা কমে দাম হয়েছে ৫০১৯৫ (-০.৬১% ) টাকা । যা গতকালের তুলনায় ৩০৬ টাকা কম ( রাত ৯তা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬৩০৪৪ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৬২৩৭০ (- ১.০৭% ) টাকা । যা গতকালের তুলনায় ৬৭৪ টাকা কম ( রাত ৯তা পর্যন্ত ) ।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)


শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-
Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version