সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট
প্রত্যাশিত ভাবেই বাজার আজকে আরও অনেকটা উপরে বন্ধ হলো। দিনের শুরুর দিকটা সামান্য কিছুটা নিচে থাকলেও দিনের শেষে যা বন্ধ হলো অনেকখানি উপরে। ফার্মা ও এনার্জি সেক্টর অনেক খানি উপরে বন্ধ হয়। ডক্টর রেড্ডি, ডিভিস ল্যাব ও রিলায়েন্স ইন্ডাস্ট্রি বাজার বাড়াতে অনেকটাই সাহায্য করে।
পাশাপাশি দিনের শেষ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি নিচে বন্ধ হলো। আজ ব্যাঙ্ক শেয়ার গুলোতে সামান্য বিক্রি লক্ষ করা যায়। তবে এক্ষেত্রে ব্যাঙ্কের শেয়ার গুলি যে আগামী দিনে নিচে আসছে তা বলা মুশকিল। আজ এইচ ডি এফ সি তে ভালো বিক্রয় লক্ষ করা যায়। দিনের শেষ পর্যন্ত শেয়ার টি ৩‰ নিচে বন্ধ হয়।
আজ দিনের শেষ পর্যন্ত নিফটি +৬৭. ৪০ পয়েন্ট সেনসেক্স +১৯৪. ৯০ এবং ব্যাঙ্ক নিফটি ( – ২১১. ৮০) পয়েন্ট বন্ধ হয়।
পাশাপাশি রাত ৯ টা পর্যন্ত গোল্ড ৭৭০ টাকা নিচে অর্থাৎ ৪৯৩০০ এবং সিলভার ১৭৫০ টাকা নিচে অর্থাৎ ৬০৫০০ টাকায় ট্রেড করছে।
( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)
শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-Sandip GharaiShare market analystMobile: +91 90880 20249Whatsapp : +91 90880 20249e-mail: gharai25@gmail.com