সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

গতকাল আমরা বলেছিলাম, মার্কিন নির্বাচন পর্যন্ত বাজারে মারাত্মক ভোলাটিলিটি দেখতে পাওয়া যাবে। যা আজকের বাজার থেকে আর ও বেশি পরিষ্কার। সারাদিন ধরেই বাজারে বিক্রি করার প্রবণতা ছিল চরম। ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল, আইটি, এফএমসিজি এবং ফার্মা সব কয়টি সেক্টরেই ভারি মাত্রায় বিক্রি ছিল। আগামী কাল আজকের থেকেও বেশি মাত্রায় উপর নিচ দেখতে পাওয়া যাবে। আগামী দিনের জন্য রিলায়েন্স এ নিবেশ করতে পারেন। পাশাপাশি এইচডিএফসি ও হিন্দুস্তান লিভার এখনকার দামে কিনতে পারেন।

দিনের শেষে কোন কোন ইনডেক্স / সেক্টর কতটা কমলো বা বাড়লো তা একবার দেখে নিই:

নম্বরইনডেক্সক্লোসিং প্রাইস( + / – ) %পয়েন্টদিনের সর্বচ্চদিনের সর্বনিম্ন
নিফটি১১৭২৯.৪০-১.৩৪১৫৯.৮০১১৯২৯.৪০১১৬৮৪.৮৫
সেনসেক্স৩৯৯২২.৪৬-১.৪৮  –৫৯৯.৬৪৪০৬৬৪.৩৫৩৯৭৭৪.৬০
ব্যাঙ্কনিফটি২৪২৩২.৫০ –.১৭৫৩৭.০০
নিফটি ফিনান্সিয়াল(.৩১%)
নিফটি ব্যাঙ্ক(.১৭%)
নিফটি রিয়েলটি(.০৩%)

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.88 ( +0.17 ), GBPINR Rs. 96.41 ( +0.39 ), EURINR 87.05 (+0.21 ) , JPYINR Rs. 71 ( +0.44 ).

গতকাল সোনার দর ছিল ৫০৯৬১ টাকা ( ১০ গ্রাম )। যা কমে দাম হয়েছে ৫০৫৭১ (-০.৭৭% ) টাকা । যা গতকালের তুলনায় ৩৯০ টাকা কম ( রাত ৯ টা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬২২৮১ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৬০৩৯৬ ( ৩.০৩% ) টাকা । যা গতকালের তুলনায়১৮৮৫ টাকা কম ( রাত ৯ টা পর্যন্ত ) ।
( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version