সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট
করোনা ভাইরাস ভ্যাকসিন ডেভেলপমেন্টর সাথে সাথেই বাজার সর্বোচ্চ অঙ্কে পৌছালো। আই টি ও ফার্মা ইনডেক্স ৩‰ নেগেটিভ হওয়া সত্ত্বেও, ব্যাঙ্ক ও ফিনান্সিয়াল ইনডেক্স একাই বাজার কে টেনে নিয়ে গেলো অনেকখানি। দীপাবলির আগেই বাজার “অল টাইম হাই” তে পৌছালো। আপাতত বাজার উর্ধমুখী। এই মুহূর্তে বাজার বড়োসড়ো করেকশন এর সুযোগ কম।
দিনের শেষে কোন কোন ইনডেক্স / সেক্টর কতটা ( কমলো/ বাড়ল ) তা একবার দেখেনি:
বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 74.18 ( +0.02 ), GBPINR Rs. 98.49 ( +1.05 ), EURINR 87.85 (+0.42 ) , JPYINR Rs. 70 ( +0.00 ).
গতকাল সোনার দর ছিল ৪৯৭৪৮ টাকা ( ১০ গ্রাম )। যা বেড়ে দাম হয়েছে ৫০৪৫৮ (১.৪৩% ) টাকা । যা গতকালের তুলনায় ৭১০ টাকা বেশি ( রাত ৯তা পর্যন্ত )।
গতকাল রুপোর দর ছিল ৬০৮৫৪ টাকা ( প্রতি কেজি )। আজ যা বেড়ে হয়েছে ৬২৪১০ ( ২.৫৬% ) টাকা । যা গতকালের তুলনায় ১৫৫৬ টাকা বেশি ( রাত ৯তা পর্যন্ত ) ।
( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)
শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-Sandip GharaiShare market analystMobile: +91 90880 20249Whatsapp : +91 90880 20249e-mail: gharai25@gmail.com