এক নজরে

#StockMarket : ঝড়ের গতিতে ধসের মুখে Share Market

By admin

September 26, 2022

Mainak Sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

ঝড়ের গতিতে ধসের মুখে পড়লেও আজ ১৭০০০ র সমর্থন কে বাঁচিয়ে নেই নিফটি। দিনের শুরুতে গ্যাপ ডাউন দিয়ে শুরু পরে আরো ৩০০ পয়েন্ট কম হয়ে বর্তমানে দাঁড়িয়ে ১৭০১৬ ঘরে নিফটি। একই সাথে ৯৫৩ পয়েন্ট কমে বি এস ই সেনসেক্স এখন ৫৭১৪৫ র ঘরে।

পশ্চিমা বিশ্বে ক্রমবর্ধমান মন্দার আশঙ্কার মধ্যে ক্রমাগত FII বিক্রি এবং শক্তিশালী ডলারের সাথে মুদ্রার দুর্বলতাও ইক্যুইটি বাজারের মনোভাবকে নিচের দিকেই নিয়ে যাচ্ছে।একই অবস্থার মুখে মার্কিন দোউ জেমস ইনডেক্স রও প্রায় ৪৮৬ পয়েন্ট আজ একদিনে কম হতে দেখা যাই সূচকে । ফলে আইটি ব্যতীত সব সেক্টরই নেতিবাচক এলাকায় ব্যবসা করেছে। অটো, মেটাল, রিয়েলটি এবং অয়েল অ্যান্ড গ্যাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে, ৩ শতাংশ থেকে ৪ শতাংশের মধ্যে পড়েছে। নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ সূচকগুলিতেও তীব্র বিক্রির চাপ দেখা গেছে যা প্রতিটি ৩ শতাংশেরও বেশি সংশোধন করেছে।

প্রতিদিনের চার্টে নিফটি কে বিশ্লেষণ করলে বেয়ারিশ ক্যান্ডেল তৈরী হয়েছে। এর পরেই যেটা চোখে আসে ২১.৮৯ র কাছে রয়েছে অস্থিরতা ইন্ডিয়া ভিক্স এ ফলে বাজার এখন বেয়ারিশদের দখলেই রয়েছে। অর্থাৎ বাজারগুলি বেশি বিক্রি হওয়া অঞ্চলে থাকার কারণে, আমরা একটি দ্রুত পুলব্যাক সমাবেশের সাক্ষী হতে পারি। নিফটির ২০০ দিনের মুভিং এভারেজ রয়েছে ১৬ ,৯৯২ যা আজ দিনের সব থেকে নিচে আসে ১৬ ,৯৭৮ , কাল ওই এলাকা থেকে শুরু হলে নিফটি কে পরবর্তী ক্ষত্রে দেখা যেতে পারে ১৭ ,১৫০ ও ১৭ ,২০০ র দিকে। অপসন ফ্রন্ট মতে নিফটি থাকতে পারে ১৬৮০০ ও ১৭৫০০ র মধ্যে।

নিফটিকেই অনুসরণ করে আজ ৫০০ পয়েন্ট গ্যাপ ডাউন দিয়ে শুরু করে নিফটি ব্যাঙ্ক ৩৯ ,০২৮। পরে ব্যাঙ্কিং সূচকটি ৩৮ ,৫০০ স্তর কে রক্ষা করে ৯৩০ পয়েন্টের ক্ষতির সাথে ৩৮ ,৬১৬ এ বন্ধ হয়েছে এবং দৈনিক চার্টে একটি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে।

তবে অতিরিক্ত বিক্রির এলাকাতে থাকলেও এই সপ্তাহে খুব আশা নেই পুল বাকের , কারণ সামনেই রয়েছে আর বি আইয়ের মনিটরিংয়ে বৈঠক , যাতে বাড়তে পারে রেপ রেট। এছাড়াও আবারো বছর শেষে বাড়তে পারে মার্কিন ফেডের সুদের হার।