সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

সপ্তাহের প্রথম দুদিনই বাজারে ভোলাটিলিটি ছিল চরম। সোমবার দিনের শেষে যেমন বাজার বন্ধ হয় অনেক নিচে। আবার মঙ্গলবার বাজার বন্ধ হয় অনেক উপরে। ফিনান্সিয়াল সার্ভিস, ব্যাঙ্ক এবং এফএমসিজি বাজারকে আজ উপরে নিয়ে যেতে সাহায্য করে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো কোটাক ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, নেস্টলে, শ্রীরাম ট্রান্সপোর্ট ফিনান্স এবং শ্রী সিমেন্ট। আপাতত মার্কিন নির্বাচন পর্যন্ত এই ধরণের বাজার দেখতে পাওয়া যাবে। তবে আশা করা যায় দীপাবলীর পর থেকে বাজার এক নতুন দিশা দেখাবে।
দিনের শেষে কোন কোন ইনডেক্স / সেক্টর কতটা কমলো বা বাড়লো তা একবার দেখে নিই:

নম্বরইনডেক্সক্লোসিং প্রাইস( + / – ) %পয়েন্টদিনের সর্বচ্চদিনের সর্বনিম্ন
নিফটি১১৮৮৯.৪০১.০৩১২১.৬৫১১৮৯৯.০৫১১৭২৩
সেনসেক্স৪০৫২২.১০০.৯৪  ৩৭৬.৬০৪০৫৫৫.৬০৩৯৯৭৮.৩৯
ব্যাঙ্কনিফটি২৪৭৬৯.৫০  ২.৮৮৬৯৪.০৫
নিফটি ব্যাঙ্ক.৮৮%
নিফটি ফিনান্সিয়াল .১৫%
নিফটি ফার্মা.৫৬%

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.10 ( -0.14 ), GBPINR Rs. 96.17 ( -0.15 ), EURINR 87.09 (-0.23 ) , JPYINR Rs. 71 ( +0.16 ).

গতকাল সোনার দর ছিল ৫০৯৩০ টাকা ( ১০ গ্রাম )। যা কমে দাম হয়েছে ৫০৯১৩ (-০.০৩% ) টাকা । যা গতকালের তুলনায় ১৭ টাকা কম ( রাত ৯ টা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬১৯০৬ টাকা ( প্রতি কেজি )। আজ যা বেড়ে হয়েছে ৬২১৬৩ ( ০.৪২% ) টাকা । যা গতকালের তুলনায় ২৫৭ টাকা বেশি ( রাত ৯ টা পর্যন্ত ) ।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version