সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

আজ আন্তর্জাতিক বাজার খোলার সাথে সাথেই প্রবল মাত্রায় তা নিচে নামতে শুরু করে। সূত্রের খবর,আন্তর্জাতিক ব্যাঙ্কের কিছু অনিয়মের খবর বাজারে বিরূপ প্রতিক্রিয়া ফেলে। জুলাই মাসের পর এই প্রথম ইউরোপিয়ান বাজারে আজ ভারি মাত্রায় বিক্রয় দেখা গেলো। একই সাথে সোনা ও রুপোর বিক্রয়ও ব্যাপক ভাবে লক্ষ্য করা যায়।

গতকাল সোনার দর ছিল ৫১,৭১৫ টাকা ( ১০ গ্রাম )। যা কমে দাম হয়েছে ৪৯,৯৯৫ ( -৩.৪২% ) টাকা । যা গতকালের তুলনায় ১৭২০ টাকা কম। সোনা ৪৭,৫০০ টাকা পর্যন্ত আসতে পারে। সেই সময় কিনতে পারেন।

গতকাল রুপোর দর ছিল ৬৭,৮৭৭ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৬০,৯৩৪ ( -১০.২৬% ) টাকা । যা গতকালের তুলনায় ৬,৯৪৩ টাকা কম। রুপো ৫৫,৫০০ টাকা পর্যন্ত আসতে পারে। সেই সময় কিনতে পারেন।

সোমবার বাজার খোলার সাথে সাথেই আইটি কোম্পানির শেয়ার প্রবল ভাবে বাড়তে থাকে। কিন্তু বেলা বারার সাথে সাথেই আন্তর্জাতিক বাজারের প্রতিফলন ভারতের বাজারে পরে। আমরা গত কালের প্রতিবেদনেই জানিয়েছিলাম, এ সপ্তাহে বাজার থাকবে নিচের দিকে। দিনের শেষে বাজারের শেষটাও হয় তাই। বাজারে ব্যাপক হারে বিক্রি দেখতে পাওয়া যায়। নিফটি সেনসেক্সর পাশাপাশি রিয়েলটি (-৫.৬৪% ), মেটাল (-৫.১৬% ), মিডিয়া ( -৪.৫১% ) এবং ব্যাঙ্কিং( -৩.০২% ) ব্যাপক ভাবে নিচে আসে। আজ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ৫৩৯.৮১ কোটি টাকা এবং ভারতীয় ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ৫১৭.৯৫ কোটি টাকার শেয়ার বিক্রয় করে।

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.38 ( -0.07 ), GBPINR Rs. 94.11 ( -0.83 ), EURINR Rs. 86.34 ( -0.77 ) , JPYINR Rs. 70.00 (- 0.27 ).

আমরা সারা মাস জুড়েই বলে এসেছি, মুনাফা থাকলে ঘরে নিন। পাবলিক ইস্যুতে নিবেশ করুন। আজও একটি পাবলিক ইস্যু বাজারে আসে রাউট মোবাইল । যার ইস্যু প্রাইস ছিল ৩৫০ টাকা। দিনের শেষে যা বন্ধ হয় ৬৫১.৩০ টাকা ( ৮৬.০৯% )

( Share market investment are subject to market risk. Please imvest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version