শেয়ার বাজার

ফার্মাই অন্যতম ভরসা

By admin

September 20, 2020

সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

শুক্রবার পুরো দিনটাই ছিলো ফার্মা ইনডেক্সর। সকাল থেকেই ফার্মা কোম্পানির শেয়ার একে একে বাড়তে শুরু করে।দিনের শেষে ফার্মা ইনডেক্স ৫% উপরে বন্ধ হয়। আমরা এ মাসের শুরু থেকেই ফার্মা কোম্পানির শেয়ার ক্রয় করতে বলেছি এবং ব্যাঙ্কিং শেয়ার বিক্রি করতে বলেছি। শুক্রবার ব্যাঙ্কিং ইনডেক্স আবারও -২৮৯.৩০% নিচে বন্ধ হয়। পাশাপাশি এনবিএফসি শেয়ারও সারা মাস জুড়েই নিচে চলছে। আপাতত ব্যাঙ্কিং এবং এনবিএফসি শেয়ার থেকে এ মাসের জন্য দূরে থাকুন। এ সপ্তাহ জুড়েই আইটি কোম্পানিগুলোর দিকে নজর রাখুন। মিড ক্যাপ এবং স্মলক্যাপ আগামী দিনের জন্য ভালো ইনভেস্টমেন্ট।

আপাতত এ সপ্তাহে বাজার নিচে আসার সম্ভবনা আছে। নিচে এলে অব্যশই মাসের বাকি সময়ের জন্য ফার্মা এবং আইটি শেয়ার কিনুন।

শুক্রবার দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১৫০৪.৯৫ ( -১১.১৫ ) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৮৮৪৫.৮২ ( -১৩৪.০৩ ) পয়েন্ট এবং ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২২০৩১.০৫ ( -২৮৯.৩০ ) পয়েন্ট নিচে।

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.44 ( +0.21 ), GBPINR Rs. 95.27 ( -0.20 ), EURINR Rs. 87.23 ( +0.04 ) , JPYINR Rs. 70.00 (+ 0.04 ).

সোনার দর ছিল ৫১৪৫৩ টাকা ( ১০ গ্রাম )। যা বেড়ে দাম হয়েছে ৫১৭১৫ টাকা । যা গতকালের তুলনায় ২৬২ টাকা বেশি।

রুপার দর ছিল ৬৮১৪২ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৬৭৮৭৭ টাকা । যা গতকালের তুলনায় ২৬৫ টাকা কম।

( Share market investment are subject to market risk. Please imvest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip GharaiShare market analystMobile: +91 90880 20249Whatsapp : +91 90880 20249e-mail: gharai25@gmail.com