সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

আমরা গত কয়েকদিন আগে, আমাদের প্রতিবেদনে জানিয়েছিলাম, পাবলিক ইস্যুতে নিবেশ করুন এবং কোন কোন পাবলিক ইস্যু বাজারে আসছে তার বিবরনও দিয়েছিলাম। আজ একটি ইস্যু বাজারে আসে হ্যাপিযেস্ট মাইন্ড টেকনো লিমিটেড ( Happiest Mind Techno Ltd.)। ইস্যুটির অফার প্রাইস ছিল ১৬৬ টাকা। আশাকরি অনেকেই হয়তো নিবেশ করেছেন এবং প্রথম দিনেই ভালো মুনাফা পেয়েছেন। আজ দিনের শেষে শেয়ার টি ১২৩% উপরে অর্থাৎ ৩৭০.৯৫ টাকায় বন্ধ হয়। যা অফার প্রাইস থেকে ২০৪.৯৫ টাকা বেশি । এর পর ক্যাম্পস (CAMS) র পাবলিক ইস্যু আসছে। আমাদের অনুমান এটিও আপনাকে ভালো মুনাফা দেবে ভবিষ্যতে।

বাজার আজ সারাদিন নিম্নমুখী ছিল। ফার্মা কোম্পানি সবুজ সংকেতে বন্ধ হয়। এছাড়া মেটাল এবং ব্যাঙ্ক শেয়ারে ভারী মাত্রায় বিক্রয় দেখতে পাওয়া যায়।

দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১৫১৬.১০ ( -৮৮.৪৫ ) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৮৯৭৯.৮৫ ( -৩২৩ ) পয়েন্ট এবং ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২২৩২০.৩৫ ( -২৫৩.২০ ) পয়েন্ট নিচে।

আগামীকাল বাজারের নিচের দিকেই প্রবণতা থাকবে। কোন শেয়ারে মুনাফা থাকলে অবশ্যই ঘরে নিন। কেউ যদি ভারী অঙ্কে মিউটুয়াল ফান্ড-এ নিবেশ করে থাকেন সেখানেও যে মুনাফা আছে তা ধীরে ধীরে ঘরে তুলুন। আপনি বাজার নিচে এলে আবার ক্রয় করার সুযোগ পাবেন।

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.65 ( +0.13 ), GBPINR Rs. 95.31 ( 0.02 ), EURINR Rs. 87.00 ( +0.13 ) , JPYINR Rs. 70.00 ( 0 ).

গতকাল সোনার দর ছিল ৫১৮২৪ টাকা ( ১০ গ্রাম )। আজ যা কমে দাম হয়েছে ৫১৪৩৭ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ৩৮৭ টাকা কম।

গতকাল রুপার দর ছিল ৬৮৭৮১ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৬৭৯৯৩ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ৭৮৮ টাকা কম।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version