সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

বুধবার দিনের শুরু থেকেই বাজারের গতি ছিল ঊর্ধ্বমুখী। রিয়েলটি, ফার্মা এবং অটো, এই তিনটি সেক্টর বাজারের গতি আনতে সাহায্য করে। ব্যাঙ্ক নিফটি আজ অর্থাৎ পর পর দুদিন উপরে বন্ধ হল। রিয়েলটি (+২.২৬%) ফার্মা (+২.০৮%) এবং অটো (+১.৫৩%) উপরে বন্ধ হয়।

দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১৬০৪.৫৫ ( +৮২.৭৫ ) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৯৩০২.৮৫ ( +২৫৮.৫০ ) পয়েন্ট এবং ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২২৫৭৩ ( +১০৭.৯০ ) পয়েন্ট উপরে।

এই মাসে এখনও পর্যন্ত ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের ( FII – FOREIGN INSTUTIONAL INVESTOR ) মোট ক্রয় মূল্য ১০৫৬.৫৬ কোটি টাকা এবং ভারতীয় ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের ( DII- DOMESTIC INSTUTIONAL INVESTOR ) মোট বিক্রয় মূল্য ৪২৮৬ কোটি টাকা।

বিগত ২৫ মার্চ, ২০২০ পর থেকেই সারা পৃথিবীর পাশাপাশি ভারতের বাজারও মারাত্মক গতিতে উপরে যেতে থাকে। যা এখনও অব্যাহত। আমাদের পরামর্শ, যদি আপনার কোন নিবেশ করা শেয়ার এ মুনাফা থাকে তাহলে তার ৫০% ঘরে তুলে নিন। বাজার আপনাকে সুযোগ দেবে নিচে আবার ক্রয় করার। এটাই লক্ষ্য করার মতো ব্যাপার, যে সময় দেশে শিল্প উৎপাদন অর্ধেকেরও কম হয়েছে, সে সময় শেয়ার বাজার চড়েছে। অনেকেরই মতে, উৎপাদন বন্ধ থাকায় সেই টাকা খাটছে শেয়ার মার্কেটে। তবে কতদিন পর্যন্ত চলবে এই প্রবণতা? সেটাও বোঝার প্রয়োজন রয়েছে।

আগামীকাল বাজার ( উপর – নিচ ) দুদিকেই প্রবণতা থাকবে। ব্যাঙ্কিং শেয়ারগুলির গতি ঊর্ধ্বমুখী হতে পারে। ব্যাঙ্কিং শেয়ার গুলির মুনাফা অবশ্যই ঘরে তুলুন।

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.52 ( -0.13 ), GBPINR Rs. 95.56 ( +0.72 ), EURINR Rs. 87.08 ( -0.10 ) , JPYINR Rs. 70.00 (+0.37 ).

গতকাল সোনার দর ছিল ৫১৭৬৯ টাকা ( ১০ গ্রাম )। আজ যা বেড়ে দাম হয়েছে ৫১৯৬৭ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ১৯৮ টাকা বেশি।

গতকাল রুপার দর ছিল ৬৮৯৬৭ টাকা ( প্রতি কেজি )। আজ যা বেড়ে হয়েছে
৬৮৯৮৬ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ১৯ টাকা বেশি।

( Share market investment are subject to market risk. Please imvest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version