শেয়ার বাজার

ধারণার ওপরে যাচ্ছে বাজার

By admin

November 17, 2020

সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

আজ সেনসেক্স বন্ধ হলো ৪৪০০০ অঙ্কে। আমেরিকা নির্বাচনের পরবর্তী সময়ে যা প্রায় ৩০০০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বাজার ২০২০ শেষে ৪৫০০০ অঙ্ক পার করবে এমনি আশা করা যাচ্ছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর দের ক্রমাগত ক্রয় করার ফলেই বাজার এতটা উপরে যেতে সক্ষম হয়েছে। এই পরিমানে বিদেশী ইনভেস্টমেন্ট হবে এই সময় কালে এতটা কেউ আশঙ্কা করতে পারেনি।

আজ দিনের শুরু থেকেই আদানি গ্রুপ র সমস্ত শেয়ার ছিল উপরে। বি পি সি এল ডিসইনভেস্টমেন্ট যে “আদানি গ্যাস ” র দিকেই যাচ্ছে তেমন ই আশা করছে বাজার। আজ আদানি গ্যাস ২০% উপরে বন্ধ হয়। এছাড়া আদানি এন্টারপ্রাইস, আদানি পোর্ট সমস্ত শেয়ারই ৫‰ উপরে বন্ধ হয়েছে। এছাড়াও টাটা স্টিল, এস বি আই, বাজাজ ফিনান্স সমস্ত শেয়ার ৩-৬% র মধ্যে বন্ধ হয়। দিনের শেষে এক্সিস, এইচ ডি এফ সি ব্যাংকের শেয়ার এবছরের সর্বোচ্চ দরে বন্ধ হয়। সব মিলিয়ে এমাসে বাজার নিচে আশার সম্ভবনা খুবই কম।

দিনের শেষে কোন কোন ইনডেক্স / সেক্টর কতটা ( কমলো/ বাড়ল ) তা একবার দেখেনি:

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 74.46 ( -0.14 ), GBPINR Rs. 98.73 ( +0.63 ), EURINR  88.38 (+0.23 ) , JPYINR Rs. 71 (+0.21 ).

গতকাল সোনার দর ছিল ৫০৮৩০টাকা ( ১০ গ্রাম )। যা বেড়ে দাম হয়েছে  ৫০৮৩৫ (+০.০১% ) টাকা  । যা গতকালের তুলনায় ৫ টাকা বেশি ( রাত ৯তা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬৩৬৯১ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৬৩২০০ (-০.৭৭% ) টাকা । যা গতকালের তুলনায় ৪৯১ টাকা কম ( রাত ৯তা পর্যন্ত ) ।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন- Sandip GharaiShare market analystMobile: +91 90880 20249Whatsapp : +91 90880 20249e-mail: gharai25@gmail.com