শেয়ার বাজার

বিগত তিন সপ্তাহের সবচেয়ে বেশি বাজার পড়লো আজ

By admin

October 15, 2020

সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

আজ দিনের শুরুতেই নিফটি এবং সেনসেক্স কিছুটা হলেও নিচে ট্রেড করছিল। কিছু সময় পরেই ব্যাঙ্ক নিফটি পজিটিভ জোনে চলে যায়। বেলা বাড়ার সাথে সাথে ইউরোপে আবার ও লকডাউন হতে পারে এই খবর আসা মাত্র বাজারে ব্যাপক হারে সেলিং শুরু হয়। যা দিনের শেষে এক ভয়াবহ আকার নেয়। লার্জ ক্যাপ, ব্যাঙ্কিং, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল শেয়ারগুলি ব্যাপকহারে পড়তে শুরু করে। আজকের পতন আবারও বাজারকে নিচের দিকে দিশা দেখালো। এই সময় কিছুটা সাবধানতা অবলম্বন করে বাজারে নিবেশ করাই যুক্তিযুক্ত।

আজ এস এন্ড পি ইন্টেলিজেন্স এক তথ্য অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান এবং চিনের ক্ষুদ্র ও মাঝারি ব্যাঙ্ক ভারতবর্ষের ব্যাঙ্কগুলির তুলনায় ভালো ব্যবসা করছে। তৃতীয় কোয়ার্টার ২০২০ তে ভারতীয় ব্যাঙ্ক, সবথেকে খারাপ ফল করতে চলেছে। যা একটি অশনি সংকেত ভারতীয় ব্যাঙ্ক গুলির জন্য। ডাবল ডিজিট নেগাটিভ ফলাফল আসতে চলেছে ভারতীয় ব্যাঙ্কগুলির জন্য। যার মধ্যে প্রধান হল ইয়েস ব্যাঙ্ক যা প্রায় -৪৮% পর্যন্ত নিচে তার তৃতীয় ষাণ্মাসিক ২০২০ ফল করতে পারে। এছাড়াও রয়েছে পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, পিএনবি, ইউকো ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

দিনের শেষে কোন কোন ইনডেক্স / সেক্টর কতটা কমলো তা একবার দেখে নিই:

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.38 ( +0.08 ), GBPINR Rs. 94.94 ( -0.35 ), EURINR 85.96 (-0.07 ) , JPYINR Rs. 70 ( -0.04 ).

গতকাল সোনার দর ছিল ৫০৫৪২ টাকা ( ১০ গ্রাম )। যা বেড়ে দাম হয়েছে ৫০৬৩৫ (+০.১৮% ) টাকা । যা গতকালের তুলনায় ৯৩ টাকা বেশি ( রাত ৯টা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬১৬০৩ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৬১২৫০ ( -০.৫৭% ) টাকা । যা গতকালের তুলনায় ৩৫৩ টাকা কম ( রাত ৯টা পর্যন্ত ) ।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip GharaiShare market analystMobile: +91 90880 20249Whatsapp : +91 90880 20249e-mail: gharai25@gmail.com