সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট
আজ দিনের শুরু থেকেই বাজারে সে ভাবে কোনও মুভমেন্ট ছিল না। শুরু থেকেই ব্যাঙ্ক নিফটি নিচেই দিকেই ট্রেড করে। আইটি শেয়ার এ ভালো মুভমেন্ট দেখা যায়। এর মধ্যে এইচসিএল টেক (+৩%)। তবে এরই মধ্যে উল্লেখযোগ্য হলো, শেষ দুদিন এফআইআই-র ( FII) ভালো ইনভেস্টমেন্ট লক্ষ্য করা যায়। অক্টোবর মাসে এখনও পর্যন্ত ৫৬১৮ কোটি টাকা ক্রয় করে এফআইআই ( FII) ।
সোমবার দিনের শেষে কোন কোন সেক্টর কতটা বাড়লো তা একবার দেখে নেওয়া যাক:
বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.36 ( +0.09 ), GBPINR Rs. 95.34 ( -0.47 ), EURINR 86.27 (-0.40 ) , JPYINR Rs. 69 ( -0.12 ).
গতকাল সোনার দর ছিল ৫১১০৭ টাকা ( ১০ গ্রাম )। যা কমে দাম হয়েছে ৫০২৬৬ (- ১.৬৫% ) টাকা । যা গতকালের তুলনায় ৮৪১ টাকা কম ( রাত ৯ টা পর্যন্ত )।
গতকাল রুপোর দর ছিল ৬৩০৯৮ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৬০৮১০ ( -৩.৬৩% ) টাকা । যা গতকালের তুলনায় ১৩৮ টাকা বেশি ( রাত ৯ টা পর্যন্ত ) ।
( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)
শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-
Sandip GharaiShare market analystMobile: +91 90880 20249Whatsapp : +91 90880 20249e-mail: gharai25@gmail.com