সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

৭ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌছালো নিফটি। ব্যাঙ্ক, অটো, ফিনান্সিয়াল এবং আইটি সেক্টর বাজারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এর মধ্যে এইচডিএফসি (HDFC) বাজার কে উপরে নিয়ে যেতে মেজর রোল প্লে করে। দিনের শেষে ৮% উপরে বন্ধ হয় ১৯৩৪ টাকায়। যা বিগত দিনের থেকে ১৪৯ টাকা উপরে। মার্কিন নির্বাচন এগিয়ে আসার সাথে সাথেই বিদেশের বাজারের পাশাপাশি ভারতের বাজার ও তাকে অনুসরণ করছে। এই মুহূর্তে মারাত্মক ভাবে বাজার নিচে আসার সম্ভাবনা কম।

সোমবার দিনের শেষে কোন কোন সেক্টর কতটা বাড়লো তা একবার দেখে নেওয়া যাক:

নম্বরইনডেক্সক্লোসিং প্রাইস( + / – ) %পয়েন্টদিনের সর্বচ্চদিনের সর্বনিম্ন
নিফটি১১৬৬২.৪০১.৩৮১৫৯.০৫১১৬৮০.৩০১১৫৬৪.৩০
সেনসেক্স৩৯৫৭৪.৫৭১.৫৪৬০০.৮৭৩৯৬২৩.৭৬৩৯১৯১.১০
ব্যাঙ্কনিফটি২২৮৫৩.৭০.১৬৪৮২.৭৫
নিফটি ফিনান্সিয়াল.১৫
নিফটি রিয়েলটি.৫৯
নিফটি ব্যাঙ্ক.১৬

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.45 ( +0.16 ), GBPINR Rs. 95.11 ( 0.24 ), EURINR 86.51 (+0.38 ) , JPYINR Rs. 70.00 (+0.35 ).

গতকাল সোনার দর ছিল ৫০৬২৬ টাকা ( ১০ গ্রাম )। যা বেড়ে দাম হয়েছে ৫০৬৪৫ ( + ০.০৪% ) টাকা । যা গতকালের তুলনায় ১৯ টাকা বেশি ( রাত ৯টা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬১৯৪১ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৬০৮৭৪ ( +১.৭২% ) টাকা । যা গতকালের তুলনায় ১০৬৭ টাকা কম ( রাত ৯ টা পর্যন্ত ) ।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version