সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট
সুদের উপর অতিরিক্ত সুদ( Interest on interest)মামলার রায়ের নিষ্পত্তি ঘটলো শনিবার। সুপ্রিম কোর্ট এর বিশেষ আদালত জানায়, মরেটরিয়াম সময়কালে এডুকেশন লোন, অটো, হাউসিং ফিনান্স,এসএমই ( sme) ইত্যাদি লোন ২ কোটি টাকা পর্যন্ত সমস্ত অতিরিক্ত সুদ সরকার দায়িত্ব নেবে। এখন শুধু পার্লামেন্ট থেকে পাস হওয়া সময়ের অপেক্ষা। একদিকে যেমন গ্রাহকরা স্বস্তি পেলো, একই সাথে ব্যাঙ্ক কিছুটা হলেও এক বড় বিপর্যয় থেকে বাঁচলো। বৃহস্পতিবার বাজারে শুধু মাত্র ব্যাঙ্ক-র শেয়ারের অস্বাভাবিক বৃদ্ধি এর একটা কারণ।বাজার আগে থেকেই এই ডিসকাউন্টিং করে রাখা ছিল যে এই মামলার রায় ব্যাঙ্কের পক্ষেই যাবে। আপাতত ব্যাঙ্ক শেয়ার আরও কিছুটা বাড়তে পারে। তবে এখনো সময় হয়নি ব্যাঙ্ক-র শেয়ারে নিবেশ করার।
বৃহস্পতিবার দিনের শেষে কোন কোন সেক্টর কতটা বাড়লো তা একবার দেখে নিই:
বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.14 ( -0.62 ), GBPINR Rs. 94.37 ( -0.65 ), EURINR 85.98 (-0.22 ) , JPYINR Rs. 69.00 (-0.01 ).
গতকাল সোনার দর ছিল ৫০৪০৪ টাকা ( ১০ গ্রাম )। যা বেড়ে দাম হয়েছে ৫০৪৭০ ( + ০.১৩% ) টাকা । যা গতকালের তুলনায় ৬৬ টাকা বেশি ( রাত ৯ টা পর্যন্ত )।
গতকাল রুপোর দর ছিল ৫৯৯১৯ টাকা ( প্রতি কেজি )। আজ যা বেড়ে হয়েছে ৬১১৪৫ ( +২.০৫% ) টাকা । যা গতকালের তুলনায় ১২২৬ টাকা বেশি ( রাত ৯ টা পর্যন্ত ) ।
( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)
শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-
Sandip GharaiShare market analystMobile: +91 90880 20249Whatsapp : +91 90880 20249e-mail: gharai25@gmail.com