শেয়ার বাজার

ব্যাঙ্ক নিফটিতে খানিকটা উন্নতি

By admin

September 30, 2020

সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

বুধবার সারাদিন বাজার ছিল ফ্ল্যাট। ব্যাঙ্ক নিফটি দিনের শুরুতেই ২৫০ পয়েন্ট মতো নিচে এলেও দিনের শেষে তা বন্ধ হয় ৪০ পয়েন্ট উপরে। পিএসইউ ব্যাঙ্ক নিচ থেকে কিছুটা উপরে যাওয়ার সাথে সাথে ব্যাঙ্ক নিফটি কিছুটা গতি পায়। কাল ব্যাঙ্ক নিফটিতে ভারী মাত্রায় মুভমেন্ট দেখতে পাওয়া যাবে। আগামী সপ্তাহে বাজার কিছুটা নিচে আসতে পারে।

আজ দিনের শেষে কোন কোন সেক্টর কতটা বাড়লো তা একবার দেখে নিই:

নিচে কিছু শেয়ার এর নাম আমরা দিচ্ছি। নির্দিষ্ট দামে এলে ইনভেস্টমেন্ট করুন।

বিদেশী মুদ্রার আজ মূল্য –Usd 73.76(-0.12)Eur 86.20( -0.46)Gbp 94.65.(-0.21)Jpy 70(-0.11)

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip GharaiShare market analystMobile: +91 90880 20249Whatsapp : +91 90880 20249e-mail: gharai25@gmail.com