সন্দীপ ঘড়াই,শেয়ার মার্কেট অ্যানালিস্ট

আজ দিনের শেষে ফার্মা, আই টি এবং ব্যাঙ্ক নেগেটিভ জোনে বন্ধ হয়। সারাদিনই বাজারে সেই ভাবে বড় কোনো মুভমেন্ট হয় নি। দিনের শেষে নিফটি, সেনসেক্স দুইই রেড জোনে এ বন্ধ হয়। এই মাসে এখনও পর্যন্ত ফরেন ইনভেস্টর ইনস্টিটিউশন(FII) ১১৫৩৯ কোটি টাকার ক্রয় করে। দেশের মিউচুয়াল ফান্ড বিক্রয় এর পরিমান ১২৫৩৫ কোটি টাকা।
মার্কিন নির্বাচন নিয়ে আজ রাতের ফাইনাল ডিবেট আগামীকাল থেকে বাজার কে নতুন পথ দেখাতে পারে।

দিনের শেষে কোন কোন ইনডেক্স / সেক্টর কতটা কমলো তা একবার দেখে নিই:

নম্বরইনডেক্সক্লোসিং প্রাইস( + / – ) %পয়েন্টদিনের সর্বচ্চদিনের সর্বনিম্ন
নিফটি১১৮৯৬.৪৫-০.৩৫৪১.২০১১৯৩৯.৫৫১১৮২৩.৪৫
সেনসেক্স৪০৫৫৮.৪৯-০.৩৭  –১৪৮.৮২৪০৭২১.৫৭৪০৩০৯.০৫
ব্যাঙ্কনিফটি২৪৪৮৪.১৫  –.৬১১৫০.৯০
নিফটি এনারজি.০০%
নিফটি মিডিয়া.৭৬%
নিফটি মেটাল.৬৮%

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.53 ( -0.05 ), GBPINR Rs. 96.38 ( -0.38 ), EURINR 87.13 (-0.14 ) , JPYINR Rs. 70 ( -0.37 ).

গতকাল সোনার দর ছিল ৫১৩৩৩ টাকা ( ১০ গ্রাম )। যা কমে দাম হয়েছে ৫০৭১০ (-১.২১% ) টাকা । যা গতকালের তুলনায় ৬২৩ টাকা কম ( রাত ৯ টা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬৩৬২৯ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৬৩৩১৬ ( -২.০৬% ) টাকা । যা গতকালের তুলনায় ১৩১৩ টাকা কম ( রাত ৯ টা পর্যন্ত ) ।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version